ইউরোপে অভিবাসী ৫ লাখ ছাড়িয়েছে
সর্বনাশী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ৫ লাখের অধিক অভিবাসী আশ্রয় নিয়েছে ইউরোপে। যাদের মধ্যে ৩ লাখ ৮৩ হাজার প্রবেশ করেছে উপকূলীয় দেশ গ্রিসে। মঙ্গলবার এ খবর জানিয়েছে জাতিসংঘ। এছাড়া শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানায়, আপন ভূমির সংঘাত এড়িয়ে সাগর পথে ইউরোপে যাত্রা করে এ পর্যন্ত নিহত হয়েছে প্রায় ২ হাজার ৯৮০ জন। খবর এএফপির। ইউএনএইচসিআর জানায়, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৫ লাখ ১৫ হাজার অভিবাসী ইউরোপে ঢুকেছে।
যাদের ৫৪ শতাংশই সিরীয় এবং গ্রিসে আশ্রয় নেয়াদের ৭১ শতাংশ চার বছর ধরে যুদ্ধবিধ্বস্ত দেশটির অসহায় নাগরিক। সীমান্ত পুরোপুরি বন্ধ করছে হাঙ্গেরি : এবার অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে গোটা সীমন্তই বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে হাঙ্গেরি। তবে এ কাজে হাত দেয়ার পূর্বে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে সাক্ষাৎ করতে চান দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বান। খবর এএফপির। হাঙ্গেরিতে প্রতিদিন ৫ হাজার অভিবাসী প্রবেশ করছে। এ পর্যন্ত দেশটি ৩ লাখ বাস্তুহারা মানুষের আগমন অবলোকন করেছে।
No comments