সিরিয়ার সর্বশেষ তেলখনিটিও দখলে নিলো আইএস
সিরিয়ায়
সরকারের দখলে থাকা শেষ তেলখনি আল-জাজালের দখল নিয়েছে আইএস।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সোমবার এ তথ্য
জানালেও ঠিক কবে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত করেনি।
অবজারভেটরি জানিয়েছে, জাজাল তেলখনিটি বর্তমানে বন্ধ রয়েছে। এ ছাড়া পূর্ব হোমসে এখনো সংঘর্ষ চলছে। ওই সংঘর্ষে সরকার ও আইএস উভয় পক্ষেই বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সংস্থাটি বলেছে, আসাদ সরকার তার শেষ তেলখুনিটিরও দখল হারিয়েছে। সিরীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা ওই অঞ্চলে বিদ্রোহীদের হামলা প্রতিরোধ করেছে। জাজাল বা অন্য কোনো স্থানে জ্বালানী ক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে কি না এ ব্যাপারে কিছু জানায়নি তারা। তবে ২৫ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এর আগে সিরিয়ার বৃহত্তম তেলখনি রামালাইনের দখল নেয় আইএস। এ ছাড়া দেইর আল-জৌর তেলখনিও আইএসের নিয়ন্ত্রেণে রয়েছে।
অবজারভেটরি জানিয়েছে, জাজাল তেলখনিটি বর্তমানে বন্ধ রয়েছে। এ ছাড়া পূর্ব হোমসে এখনো সংঘর্ষ চলছে। ওই সংঘর্ষে সরকার ও আইএস উভয় পক্ষেই বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সংস্থাটি বলেছে, আসাদ সরকার তার শেষ তেলখুনিটিরও দখল হারিয়েছে। সিরীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা ওই অঞ্চলে বিদ্রোহীদের হামলা প্রতিরোধ করেছে। জাজাল বা অন্য কোনো স্থানে জ্বালানী ক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে কি না এ ব্যাপারে কিছু জানায়নি তারা। তবে ২৫ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এর আগে সিরিয়ার বৃহত্তম তেলখনি রামালাইনের দখল নেয় আইএস। এ ছাড়া দেইর আল-জৌর তেলখনিও আইএসের নিয়ন্ত্রেণে রয়েছে।
No comments