‘হাথুরুসিংহেকে নিয়ে শঙ্কা নেই’
কোচ
মারভান আতাপাত্তু শ্রীলঙ্কা দলের দায়িত্ব ছেড়েছেন। এরপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে
শ্রীলঙ্কার ক্রিকেটের প্রধান কোচ হিসেবে প্রস্তাব পাচ্ছেন হাথুরুসিংহে।
বাংলাদেশের প্রধান কোচ হিসেবে হাথুরুসিংহে দায়িত্ব পালন করছেন। নিজ দেশের
প্রধান কোচ হওয়ার সুযোগ হয়তো হাতছাড়া করবেন না এমন গুঞ্জন ছিল। তবে ছুটি
কাটিয়ে গতকাল টাইগারদের কন্ডিশনিং ক্যাম্পের দায়িত্ব নিয়েছেন তিনি। আর
বিসিবি’র সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন জানালেন, হাথুরুসিংহে কোথাও যাচ্ছেন
না। বিসিবি’র সিইও বলেন, ‘এই ধরনের ঘটনা ঘটার খুব একটা অবকাশ নেই। তিনি
একজন প্রফেশনাল কোচ। তার সঙ্গে আমাদের কথাও হয়েছে। মনে হয় না তিনি
যাচ্ছেন।’ সম্প্রতি শ্রীলঙ্কা ও ভারতের কয়েকটি পত্রিকা জানায়, লঙ্কান
বোর্ড থেকে প্রস্তাব পেয়েছেন হাথুরুসিংহে। গতকাল নিজামুদ্দিন চৌধুরী সুজন
বলেন, ‘কোচের সঙ্গে আমাদের সব সময় যোগাযোগ হচ্ছে। বাংলাদেশ দল নিয়ে তিনি
লম্বা সময়ের পরিকল্পনা করছেন। আর পেশাদার কোচ হিসেবে তার কাছে প্রস্তাব
আসতেই পারে। তার সঙ্গে আমার কথা হয়েছে। কিন্তু তিনি তেমন কিছু বলেননি।
তিনি চলে যাবেন এমন আশঙ্কা করছি না ।’ বাংলাদেশ ক্রিকেট দলের অত্যন্ত খারাপ
সময়ে দায়িত্ব নেন শ্রীলঙ্কান চণ্ডিকা হাথুরুসিংহে। এরপর গতবছর ৫ ওয়ানডে ও ৩
টেস্টে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে শুরু হয় তার সাফল্য যাত্রা। এরপর
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ খেলে কোয়ার্টার ফাইনাল। পরে
পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নেয়
বাংলাদেশ। টাইগারদের এমন সাফল্যের পিছনে কোচের বড় অবদান দেখছেন সবাই।
হাথুরুসিংহের সঙ্গে বিসিবি’র চুক্তি বাকি আর ১০ মাস। প্রধান কোচ হিসেবে
তাকে প্রায় ২৫ হাজার ডলার দিচ্ছে বিসিবি এমনটা শোনা যায়। সেই ক্ষেত্রে
লঙ্কান ক্রিকেট বোর্ডের আর্থিক সামর্থ্যেরও প্রশ্ন আসে। এত টাকা দিয়ে একজন
কোচ রাখা হয়তো এসএলসি’র পক্ষে সম্ভব নাও হতে পারে। আবার দেশের টানে
হাথুরুসিংহে হয়তো টাকার মায়াও ছাড়তে পারেন। হাথুরুসিংহের সঙ্গে শ্রীলঙ্কা
ক্রিকেট দলের সম্পর্কটা পুরনোই। এতে রয়েছে মান-অভিমানও। ট্রেভর বেলিসের
অধীনে ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে।
রাগ করেই লঙ্কান দলের সহকারী কোচের দায়িত্ব ছেড়ে দেন তিনি। এতে নিয়মভঙ্গের
অভিযোগে চাকরিচ্যুত হন হাথুরুসিংহে। সে সময় কুমার সাঙ্গাকারার অনুরোধ
সত্ত্বেও শ্রীলঙ্কা ছেড়ে অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলসে নিবাস গড়েন তিনি।
সেখানে বিগ ব্যাশে সিডনি থান্ডার দলে কোচের দায়িত্ব শেষে ২০১৪ সালের মে’তে
বাংলাদেশে আসেন হাথুরুসিংহে।
No comments