দুই শীর্ষ নেতাসহ জামায়াতের ১৩ জন রিমান্ডে: মুক্তির দাবিতে বিক্ষোভ
সাবেক
দুই এমপি জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও সহকারী
সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ারসহ আটক ১৩ নেতাকর্মীর বিরুদ্ধে ৩
দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পল্লবী থানায় বিস্ফোরক আইনে দায়ের করা
মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড
আবেদন করে পুলিশ। শুনানি শেষে মহানগর হাকিম লুৎফর রহমান শিশির তাদের এ
রিমান্ড মঞ্জুর করেন। মুজিবুর ও পরোয়ার ছাড়াও জামায়াতের অন্য নেতাকর্মীরা হলেন, কাফরুল থানা
জামায়াত সভাপতি তসলিম আলম, আবুল কালাম আজাদ, মো. মুনসুর রহমান, মো. জাকির
হোসেন, মো. জাহাঙ্গীর আলম, এ বি এম নুরুউল্লাহ (মোহাম্মদউল্লাহ), মো. আবুল
হাশেম, মো. সাব্বির, মজিবুর রহমান, হারুনুর রশিদ ও মো. আশরাফুল আলম ইকবাল।
এর আগে গতকাল রাজধানীর পল্লবীর একটি বাসায় ঘরোয়া বৈঠকের সময় তাদের আটক করে
পুলিশ।
নেতাদের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ
দলের নায়েবে আমীর অধ্যাপক মজিবুর
রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক তাসনিম আলম, মিয়া গোলাম
পরোয়ারসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং মুক্তির দাবীতে বিক্ষোভ
মিছিল করেছে জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর। মঙ্গলবার গাজীপুর মহানগর আমীর
অধ্যাক্ষ এস এম সানাউল্লার নেতৃত্বে গাজিপুরের ভোগড়া এলাকায় মিছিলটি বের
করা হয়। এসময় মিছিলে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরীর সহকারি সেক্রেটারি
মো.হোসেন আলী, শিবির গাজীপুর মহানগরীর সাংগঠনিক সম্পাদক ইশমাম আব্দুল্লাহ
সহ জামায়াত শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।
No comments