চাদের সেনা অভিযানে বোকো হারামের ১২৩ জঙ্গি নিহত
আফ্রিকার
দেশ চাদের পরিচালিত সেনা অভিযানে পার্শ্ববর্তী দেশ ক্যামেরুনে কট্টরপন্থী
সংগঠন বোকো হারামের ১২৩ সদস্য নিহত হয়েছে। আহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা
যায়নি। নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। এদিকে, ক্যামেরুনে চাদের
মোতায়েনকৃত একটি সেনাদলের ওপর বোকো হারামের হামলায় ৩ সেনা প্রাণ হারিয়েছেন।
গত শুক্র ও শনিবার উত্তর ক্যামেরুনের সীমান্ত-সংলগ্ন ফোটোকল শহরতলিতে
চালানো বোকো হারামের ওই হামলায় আহত হয়েছেন ১২ সেনা সদস্য। রাষ্ট্রীয়
টেলিভিশনে দেয়া চাদের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য দেয়া হয়েছে। এ খবর
দিয়েছে বার্তা সংস্থা এএফপি। গত ১৭ই জানুয়ারি প্রতিবেশী রাষ্ট্র
ক্যামেরুনে বোকো হারামের বিরুদ্ধে অভিযান পরিচালনায় সেনা ও সামরিক গাড়িবহর
পাঠায় চাদ। এতে বোকো হারামের ১২৩ সদস্য নিহত হয়। এর প্রতিশোধ নিতে চাদের
সেনাদের ওপর হামলা চালায় বোকো হারাম সদস্যরা। ওই অঞ্চলের রাষ্ট্রসমূহের
প্রতি জোট গড়ার মাধ্যমে বোকো হারামকে মোকাবিলার আহ্বান জানিয়েছে চাদ। এরই
মধ্যে দেশটির সীমান্তে সেনা মোতায়েন করা হয়েছে এবং ক্যামেরুনেও বোকো
হারামকে মোকাবিলায় অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে। নাইজেরিয়া থেকে বোকো হারাম
ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী ক্যামেরুন, চাদ ও নাইজারে। ২০০৯ সাল থেকে বোকো
হারামের হামলায় ১৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং ১০ লাখেরও বেশি
মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
No comments