নদী সাঁতরে হাসপাতালে গেলেন অন্তঃসত্ত্বা!
নয় মাসের সন্তান গর্ভে নিয়ে সাঁতরে নদী পার হলেন এক ভারতীয় নারী। বর্ষায় বাড়বাড়ন্ত নদী। খরস্রোতো নদীতে তখন ১২ থেকে ১৪ ফুট উঁচুর ঘূর্ণায়মান প্রবাহ। কিন্তু তার চিন্তা কেবলই অনাগত সন্তানের নিরাপত্তা। নদী দ্বারা বিচ্ছিন্ন এই দ্বীপগ্রামে নেই কোনো হাসপাতাল বা প্রসবের জরুরি ব্যবস্থাও।
সন্তানকে বাঁচাতে হলে সন্তানসম্ভবা ইয়েল্লাওয়ার পাড়ি দিতেই হবে এই নদী। কিন্তু কোনো নৌকা বা অন্যকিছু না থাকায় সম্বল শুধু শুকনো লাউ। এই সম্বল করে প্রায় এক কিলোমিটার সাঁতরে মূলভূমিতে যেতে পারলেই কেবল দেখা মিলবে হাসপাতালে যাওয়ার পথের। অনাগত সন্তানের নিরাপদ প্রসবের ব্যবস্থা করতে ওই শুকনো লাউয়ের খোল সম্বল করেই নদীতে নেমে পড়লেন সন্তানসম্ভবা মা। পাশে অবশ্য সাঁতরেছেন বাবা-ভাইসহ আর ক’জন পুরুষস্বজন। এভাবেই সাঁতরে নদী পাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ভারতের কর্ণাটক রাজ্যের কৃষ্ণা নদীর ছোট্ট দ্বীপগ্রামের বাসিন্দা ইয়েল্লাওয়া (২২)। ইয়েল্লাওয়া বলেন, হাসপাতালের বিলের ব্যাপারে তারা ভীষণ দুশ্চিন্তায় ছিলেন।
No comments