গীতা উপহারে অন্যরা ক্ষেপে যাবেন : মোদি
জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে হিন্দু ধর্মগ্রন্থ ‘ভগবত গীতা’ উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই গীতা উপহারে কথিত ধর্মনিরপেক্ষ সমালোচকরা ক্ষেপে যাবেন বলে আগাম মন্তব্য করেছেন মোদি। মঙ্গলবার মোদি বলেন, ‘আমার গীতা উপহার সহ্য হবে না সেক্যুলার বন্ধুদের। তাদের অন্তর্দহন শুরু হয়ে যাবে। আর সেই ক্ষোভ ঝাড়বেন হয়তো টেলিভিশন টকশো’তে।’ ভারতে হিন্দুত্ববাদী দল বিজেপি ক্ষমতায় আসার পর প্রথমবারের জাপান সফরে যান দলটির নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পাঁচ দিনব্যাপী এই রাষ্ট্রীয় সফরে জাপানের প্রধানমন্ত্রী শিনজোকে গীতা উপহার দিয়ে মোদি বলেন, ‘আমি সম্রাটকে ভগবত গীতা উপহার দিয়েছি। কারণ এর চেয়ে মূল্যবান কোনো বস্তু আমার কাছে নেই। এর চেয়ে মূল্যবান কিছু পৃথিবী আর পেতে পারে না।’ মোদি বলেন, আমার সেক্যুলার বন্ধুরা হয়তো বলবেন, ‘মোদি জানেন না তিনি নিজেকে কী ভাবেন।
No comments