খালেদা জিয়া ও সুষমা স্বরাজের একান্তে ১২ মিনিট
খালেদা জিয়া ও সুষমা স্বরাজের একান্তে ১২
মিনিটের বৈঠক নিয়ে চলছে নানা আলোচনা। শুক্রবার রাজনৈতিক অঙ্গনসহ
মিডিয়াকর্মীদের মাঝেও এ নিয়ে ছিল কৌতূহল। একান্তে তারা কি কথা বললেন- এ
ব্যাপারে বিএনপির কোনো নীতিনির্ধারক নাম প্রকাশ করে কোনো মন্তব্য করেননি।
তবে খালেদা জিয়ার ঘনিষ্ঠ এবং বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নেতা যুগান্তরকে
বলেন, দু’জনের একান্ত বৈঠকে বিএনপি ও ১৯ দলীয় জোটের এ মুহূর্তের অবস্থান
এবং জামায়াতের সঙ্গে বিএনপির কৌশলগত সম্পর্কের ব্যাখ্যা তুলে ধরা হয়।
পাশাপাশি ৫ জানুয়ারি একতরফা নির্বাচনসহ সরকারের বিভিন্ন নেতিবাচক
কর্মকাণ্ডের কিছু সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়। এছাড়া
বাংলাদেশে দ্রুত আরেকটি নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ভারতের নতুন সরকারের
সহযোগিতা কীভাবে পাওয়া যায়, সে ব্যাপারে সুষমার দৃষ্টি আকর্ষণের চেষ্টা
করেছেন খালেদা। তবে এ বিষয়ে কি আলোচনা হয়েছে সে ব্যাপারে কোনো ধারণা দিতে
রাজি হননি সূত্রটি।
শুক্রবার সকাল দশটা পঁচিশ মিনিটে হোটেল সোনারগাঁয়ে প্রেসিডেন্ট স্যুইট ‘বেঙ্গলি’তে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৈঠকের এক পর্যায়ে খালেদা জিয়া ও সুষমা স্বরাজ একান্ত ১২ মিনিট কথা বলেন। এদিকে হোটেল থেকে বেরিয়ে খালেদা জিয়া তার গুলশানের বাসায় যান। সেখানে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদের সঙ্গে প্রায় দেড়ঘণ্টা বৈঠক করেন তিনি। সুষমার সঙ্গে বৈঠকের সার্বিক বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এক পর্যায়ে সুষমার সঙ্গে একান্তে করা আলোচনা নিয়েও কথা বলেন খালেদা জিয়া। সুষমার বৈঠকের পর খালেদা জিয়ার ও দলের নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত আরেকজন নেতা যুগান্তরকে বলেন, সুষমার সঙ্গে একান্ত বৈঠকে বিএনপির সঙ্গে বিজেপির ওয়ান টুন ওয়ান সম্পর্কের ওপর বেশি জোর দিয়েছেন খালেদা জিয়া। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের প্রেক্ষাপট, সরকারবিরোধী আন্দোলন, বিরোধী জোটের নেতাকর্মীদের হত্যা, মামলা নির্যাতনসহ ক্ষমতাসীনদের অবস্থানও তার কাছে স্পষ্ট করা হয়। এছাড়া কথা বলেন, জামায়াত প্রসঙ্গেও। খালেদা সুষমাকে বলেছেন, ‘জামায়াতের সঙ্গে আমাদের নির্বাচনী জোট। আপনাদেরও জোট আছে। জোটের বিষয়টি আপনারাও ভালো জানেন।’ ভবিষ্যতে ক্ষমতায় গেলে সন্ত্রাস দমনসহ তাদের করণীয় কি হবে তারও ইঙ্গিতও দিয়েছেন খালেদা। তবে খালেদা জিয়া নানা বিষয়ে অবহিত করলেও সুষমা এসব ব্যাপারে ইতিবাচক বা নেতিবাচক কোনো মন্তব্য করেননি।
No comments