রাশিয়ায় বিমান দুর্ঘটনা নিহত ৫০
পূর্ব-মধ্যাঞ্চলীয় রাশিয়ার কাজান শহরে একটি বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত হয়ে ৫০ আরোহীর সবাই মারা গেছেন।
বিমানটি রাশিয়ার রাজধানী মস্কো থেকে যাত্রা শুরু করেছিল। রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে (রাশিয়ার স্থানীয় সময়) তাতারস্তান এয়ারলাইন্সের ভাড়া করা এই বিমানটি কাজান বিমানবন্দরে নামার সময় দুর্ঘটনায় পড়ে। বিমানটিতে ৪৪ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন বলে জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। যাত্রীদের মধ্যে দুটি শিশুও ছিল। নিহত যাত্রীদের মধ্যে তাতারস্তানের প্রেসিডেন্ট রুস্তম মিন্নিখানভের ছেলে ইরেক মিন্নিখানভ ও রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার প্রাদেশিক প্রধান আলেকজান্ডার আন্তোনভ রয়েছেন বলে তাতারস্তান সরকার জানিয়েছে। প্রায় শূন্যের কাছাকাছি তাপমাত্রা ও বৃষ্টির মধ্যে বিমানটি একবার রানওয়েতে নামার চেষ্টা করেছিল। এপি।
No comments