ইরাকে বন্দুকধারীরা ২২ বাসযাত্রীকে গুলি করে হত্যা করেছে
ইরাকের আনবার প্রদেশে গত সোমবার বন্দুকধারীরা সিরিয়া থেকে বাসে করে আসা ২২ জন যাত্রীকে গুলি করে হত্যা করেছে। গতকাল মঙ্গলবার পুলিশের একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, সোমবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে রাজধানী বাগদাদের ৩০০ কিলোমিটার পশ্চিমে সেনাবাহিনী-নিয়ন্ত্রিত একটি এলাকায় ওই ঘটনা ঘটে। প্রথমে কয়েকজন সশস্ত্র লোক যাত্রীবাহী ওই বাস থামায়। এরপর বাস থেকে ২২ যাত্রীকে নামিয়ে তারা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করে। তিনি আরও বলেন, নিহত ব্যক্তিদের সবাই পুরুষ।
২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকে আগ্রাসন শুরু হওয়ার পর সুন্নি-অধ্যুষিত আনবার প্রদেশ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার শক্ত ঘাঁটিতে পরিণত হয়। এই সংগঠনের সদস্যরা বহু ইরাকি এবং সিরিয়া ও জর্ডানে ঘুরতে যাওয়ার পথে বিদেশি পর্যটকদের হত্যা করেছে।
এদিকে গত সোমবার ভোরে বাকুবায় পৃথক একটি ঘটনায় আল-কায়েদার প্রতি বিরূপ মনোভাবাপন্ন এক সুন্নি ইমামকে বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে।
ওই কর্মকর্তা বলেন, সোমবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে রাজধানী বাগদাদের ৩০০ কিলোমিটার পশ্চিমে সেনাবাহিনী-নিয়ন্ত্রিত একটি এলাকায় ওই ঘটনা ঘটে। প্রথমে কয়েকজন সশস্ত্র লোক যাত্রীবাহী ওই বাস থামায়। এরপর বাস থেকে ২২ যাত্রীকে নামিয়ে তারা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করে। তিনি আরও বলেন, নিহত ব্যক্তিদের সবাই পুরুষ।
২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকে আগ্রাসন শুরু হওয়ার পর সুন্নি-অধ্যুষিত আনবার প্রদেশ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার শক্ত ঘাঁটিতে পরিণত হয়। এই সংগঠনের সদস্যরা বহু ইরাকি এবং সিরিয়া ও জর্ডানে ঘুরতে যাওয়ার পথে বিদেশি পর্যটকদের হত্যা করেছে।
এদিকে গত সোমবার ভোরে বাকুবায় পৃথক একটি ঘটনায় আল-কায়েদার প্রতি বিরূপ মনোভাবাপন্ন এক সুন্নি ইমামকে বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে।
No comments