সরকার পদত্যাগ করলে আরও তথ্য দেব: ব্রেইভিক
নরওয়ের উটোয়া দ্বীপে হত্যাযজ্ঞের দায়িত্ব স্বীকারকারী অ্যান্ডারস ব্রেইভিক বলেছেন, দেশের সরকার পদত্যাগ করলেই কেবল তিনি অসলোতে সরকারি কার্যালয়ে বোমা হামলা ও উটোয়ার ঘটনার আরও তথ্য দেবেন। ব্রেইভিক এ জন্য রাজা ষষ্ঠ হ্যারল্ডেরও সিংহাসন ত্যাগের দাবি করেছেন।
গত শুক্রবার দীর্ঘ ১০ ঘণ্টার জিজ্ঞাসাবাদের সময় ব্রেইভিক তদন্ত কর্মকর্তাদের এ কথা বলেন বলে শনিবার রাতে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনআরকের প্রতিবেদনে জানানো হয়।
পুলিশ জানায়, ব্রেইভিক আরও হামলা চালাতে চেয়েছিলেন বলে জানতে পেরেছেন তাঁরা।
২২ জুলাইয়ের হামলার পর থেকে শুক্রবার ব্রেইভিককে দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসাবাদ করা হয়। এনআরকের খবরে বলা হয়, জিজ্ঞাসাবাদে ব্রেইভিক নরওয়ের সেনাপ্রধানেরও পদত্যাগ চেয়েছেন এবং দাবি করেছেন, তিনি নতুন সেনপ্রধানের নাম প্রস্তাব করবেন।
পুলিশ কর্মকর্তা পাল-ফ্রেডারিক বার্তা সংস্থা এএফপিকে বলেন, জিজ্ঞাসাবাদে ব্রেইভিক কথা বলার জন্য খুবই আগ্রহী ছিলেন। তবে কিছু বিষয়ে কথা বলতে রাজি হননি।
নরওয়ের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, নিজেকে আরও বেশি আর্য হিসেবে ফুটিয়ে তুলতে ব্রেইভিক হামলার আগে মুখে প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন।
গত শুক্রবার দীর্ঘ ১০ ঘণ্টার জিজ্ঞাসাবাদের সময় ব্রেইভিক তদন্ত কর্মকর্তাদের এ কথা বলেন বলে শনিবার রাতে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনআরকের প্রতিবেদনে জানানো হয়।
পুলিশ জানায়, ব্রেইভিক আরও হামলা চালাতে চেয়েছিলেন বলে জানতে পেরেছেন তাঁরা।
২২ জুলাইয়ের হামলার পর থেকে শুক্রবার ব্রেইভিককে দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসাবাদ করা হয়। এনআরকের খবরে বলা হয়, জিজ্ঞাসাবাদে ব্রেইভিক নরওয়ের সেনাপ্রধানেরও পদত্যাগ চেয়েছেন এবং দাবি করেছেন, তিনি নতুন সেনপ্রধানের নাম প্রস্তাব করবেন।
পুলিশ কর্মকর্তা পাল-ফ্রেডারিক বার্তা সংস্থা এএফপিকে বলেন, জিজ্ঞাসাবাদে ব্রেইভিক কথা বলার জন্য খুবই আগ্রহী ছিলেন। তবে কিছু বিষয়ে কথা বলতে রাজি হননি।
নরওয়ের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, নিজেকে আরও বেশি আর্য হিসেবে ফুটিয়ে তুলতে ব্রেইভিক হামলার আগে মুখে প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন।
No comments