হেলমান্দে পুলিশ সদর দপ্তরে হামলা, নিহত ১১
আফগানিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলায় এক শিশুসহ কমপক্ষে ১১ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। গতকাল রোববার হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ শহরের পুলিশ সদর দপ্তরে ওই হামলা চালানো হয়। হামলার দায়িত্ব স্বীকার করেছে তালেবান।
মাত্র কয়েক দিন আগে ন্যাটো জোট ওই শহরটির নিরাপত্তার দায়িত্ব আফগান বাহিনীর হাতে তুলে দেয়। পরিকল্পনা অনুযায়ী ২০১৪ সালের মধ্যে সব বিদেশি সেনা আফগানিস্তান ছাড়বে। সে নাগাদ দেশের সব এলাকার নিয়ন্ত্রণ নেবে আফগান বাহিনী। হেলমান্দের গভর্নরের মুখপাত্র দাউদ আহমাদি বলেন, হামলায় ১০ পুলিশ সদস্য ও এক শিশু নিহত হয়। এ ছাড়া নয়জন পুলিশ ও তিন বেসামরিক লোক আহত হয়েছে।
তালেবান হামলায়
গজনি প্রদেশে ন্যাটোর একটি রসদবাহী গাড়িবহরে গত শনিবার তালেবান হামলায় ১০ বেসরকারি আফগান নিরাপত্তাকর্মী নিহত হয়েছে।
মাত্র কয়েক দিন আগে ন্যাটো জোট ওই শহরটির নিরাপত্তার দায়িত্ব আফগান বাহিনীর হাতে তুলে দেয়। পরিকল্পনা অনুযায়ী ২০১৪ সালের মধ্যে সব বিদেশি সেনা আফগানিস্তান ছাড়বে। সে নাগাদ দেশের সব এলাকার নিয়ন্ত্রণ নেবে আফগান বাহিনী। হেলমান্দের গভর্নরের মুখপাত্র দাউদ আহমাদি বলেন, হামলায় ১০ পুলিশ সদস্য ও এক শিশু নিহত হয়। এ ছাড়া নয়জন পুলিশ ও তিন বেসামরিক লোক আহত হয়েছে।
তালেবান হামলায়
গজনি প্রদেশে ন্যাটোর একটি রসদবাহী গাড়িবহরে গত শনিবার তালেবান হামলায় ১০ বেসরকারি আফগান নিরাপত্তাকর্মী নিহত হয়েছে।
No comments