নতুন সেন্ট্রিফিউজ বসাচ্ছে ইরান
ইরান ঘোষণা দিয়েছে, সে দেশের পরমাণু কর্মসূচি দ্রুত এগিয়ে নিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে উন্নতমানের ও দ্রুতগতির নতুন সেন্ট্রিফিউজ বসানোর কাজ শুরু করা হয়েছে। এ কর্মসূচি বন্ধে আন্তর্জাতিক দাবি উপেক্ষা করে গত মঙ্গলবার দেশটি এ ঘোষণা দেয়। এ ঘোষণার মধ্য দিয়ে ইরান উসকানি দিচ্ছে উল্লেখ করে নিন্দা জানিয়েছে ফ্রান্স।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রামিন মেহমানপারাস্ত বলেন, ‘নতুন সেন্ট্রিফিউজ বসানোর কাজ চলছে। আমরা তা ঘোষণা করেছি। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক সংস্থা এটি পুরোপুরি তদারক করছে। সংস্থাটি পুরোপুরি অবগত, ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।’ সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
ইরানের পরমাণু-প্রধান ফেরেদাউন আব্বাসি দাভানি গত ৮ জুন ঘোষণা দেন, শিগগির তাঁর দেশে নতুন প্রজন্মের সেন্ট্রিফিউজ স্থাপন করা হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রামিন মেহমানপারাস্ত বলেন, ‘নতুন সেন্ট্রিফিউজ বসানোর কাজ চলছে। আমরা তা ঘোষণা করেছি। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক সংস্থা এটি পুরোপুরি তদারক করছে। সংস্থাটি পুরোপুরি অবগত, ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।’ সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
ইরানের পরমাণু-প্রধান ফেরেদাউন আব্বাসি দাভানি গত ৮ জুন ঘোষণা দেন, শিগগির তাঁর দেশে নতুন প্রজন্মের সেন্ট্রিফিউজ স্থাপন করা হবে।
No comments