প্রেসিডেন্ট আয়েন্দে আত্মহত্যাই করেছিলেন
একদল আন্তর্জাতিক বিশেষজ্ঞ বলেছেন, চিলির সাবেক প্রেসিডেন্ট সালভাদর আয়েন্দেকে হত্যা করা হয়নি। তিনি নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছিলেন। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, আয়েন্দের দেহাবশেষ নিয়ে বিশদ পরীক্ষা-নিরীক্ষা করে তাঁরা এ বিষয়ে নিশ্চিত হয়েছেন।
চিলির বামপন্থী নেতা প্রেসিডেন্ট আয়েন্দেকে উৎখাত করতে ১৯৭৩ সালের ১১ সেপ্টেম্বর জেনারেল অগাস্তো পিনোশের নেতৃত্বে এবং সিআইএর কথিত মদদে রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থান হয়।
আয়েন্দের মৃত্যু নিয়ে এত দিন নানা জল্পনা-কল্পনা ছিল। তবে সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে, আয়েন্দে তাঁর ঘনিষ্ঠ বন্ধু কিউবার নেতা ফিদেল কাস্ত্রোর উপহার দেওয়া একেএ স্বয়ংক্রিয় রাইফেলের গুলিতে আত্মহত্যা করেন।
ব্রিটিশ গবেষক ও ব্যালাস্টিক বিশেষজ্ঞ ডেভিড প্রেয়ার বলেছেন, তাঁরা নিশ্চিত হয়েছেন, আয়েন্দে রাইফেলটিকে দুই পায়ের মাঝখানে রেখে নল মাথায় ঠেকিয়ে গুলি করেন। পরপর দুটি গুলি তাঁর মাথার খুলি ফুটো করে বেরিয়ে যায়।
চিলির বামপন্থী নেতা প্রেসিডেন্ট আয়েন্দেকে উৎখাত করতে ১৯৭৩ সালের ১১ সেপ্টেম্বর জেনারেল অগাস্তো পিনোশের নেতৃত্বে এবং সিআইএর কথিত মদদে রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থান হয়।
আয়েন্দের মৃত্যু নিয়ে এত দিন নানা জল্পনা-কল্পনা ছিল। তবে সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে, আয়েন্দে তাঁর ঘনিষ্ঠ বন্ধু কিউবার নেতা ফিদেল কাস্ত্রোর উপহার দেওয়া একেএ স্বয়ংক্রিয় রাইফেলের গুলিতে আত্মহত্যা করেন।
ব্রিটিশ গবেষক ও ব্যালাস্টিক বিশেষজ্ঞ ডেভিড প্রেয়ার বলেছেন, তাঁরা নিশ্চিত হয়েছেন, আয়েন্দে রাইফেলটিকে দুই পায়ের মাঝখানে রেখে নল মাথায় ঠেকিয়ে গুলি করেন। পরপর দুটি গুলি তাঁর মাথার খুলি ফুটো করে বেরিয়ে যায়।
No comments