নিউজ করপোরেশন আবার ঘুরে দাঁড়াবে
মিডিয়া মোগল’ রুপার্ট মারডক বলেছেন, তাঁর কোম্পানি নিউজ করপোরেশন আবার ঘুরে দাঁড়াবে। আবার মানুষের আস্থা জয় করে কোম্পানিটি আরও উজ্জ্বল হয়ে উঠবে। গত মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে শুনানিতে অংশ নেওয়ার পর পর গতকাল বুধবার নিউজ করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে দেওয়া বিবৃতিতে তিনি এ কথা বলেন।
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মারডক বলেন, ‘আমি সবাইকে জানাতে চাই, আমরা আরও শক্তিশালী কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করব। এ বিষয়ে আমার পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে।’
মারডক বলেন, ‘মানুষের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে সময় লাগবে, এটা ঠিক। তবে আমরা আমাদের অংশীদার, সহকর্মী, গ্রাহক, স্টেকহোল্ডারদের প্রত্যাশা বাড়ানোর ব্যাপারে স্থির প্রতিজ্ঞবদ্ধ রয়েছি।’
এদিকে, ফোনে আড়ি পাতার খবর প্রকাশ পাওয়ার পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বলেছেন, সে দেশে রুপার্ট মারডকের মালিকানাধীন মিডিয়া সাম্রাজ্যকে ‘কড়া জেরার’ মুখোমুখি হতে হবে। তিনি বলেছেন, যুক্তরাজ্যে মারডকের ব্যবসা-বাণিজ্যের খবর শোনার পর তিনি ‘বিরক্ত’ হয়েছেন।
নিউ সাউথ ওয়েলসে সাংবাদিকদের গিলার্ড বলেন, ‘মানুষ যখন দেখতে পাচ্ছে কারও কারও ফোনে আড়ি পাতা হয়েছে এবং এর জের ধরে অনেকের জীবনে দুঃখ নেমে এসেছে, তখন আমি মনে করি, অনেক প্রশ্নের জবাব দেওয়া তাঁদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।’
অস্ট্রেলিয়ার ৭০ শতাংশ লোক মারডকের নিউজ করপোরেশনের মালিকানাধীন পত্রিকা ও টেলিভিশনের নিয়মিত পাঠক ও দর্শক।
এদিকে সম্প্রতি বন্ধ করে দেওয়া ব্রিটিশ পত্রিকা নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর সাবেক সম্পাদক অ্যান্ডি কুলসনকে নিজের যোগাযোগবিষয়ক প্রধান হিসেবে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে বিরোধী দল লেবার পার্টির কঠোর সমালোচনার মুখে পড়তে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ফোনে আড়ি পাতার কেলেংকারিতে কুলসনের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
ফোনে আড়ি পাতার ঘটনায় সম্প্রতি মিডিয়া মোগল রুপার্ট মারডকের মালিকানাধীন নিউজ অব দ্য ওয়ার্ল্ড বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় মারডকের কোম্পানি ডাউ জোনসের প্রধান নির্বাহীর পদ ছেড়ে দেন তাঁর দীর্ঘদিনের ঘনিষ্ঠ বলে পরিচিত লেস হিনটন। হিনটনের পদত্যাগ করার কয়েক ঘণ্টা আগে পদত্যাগ করেন মারডকের নিউজ ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী রেবেকা ব্রুকস।
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মারডক বলেন, ‘আমি সবাইকে জানাতে চাই, আমরা আরও শক্তিশালী কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করব। এ বিষয়ে আমার পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে।’
মারডক বলেন, ‘মানুষের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে সময় লাগবে, এটা ঠিক। তবে আমরা আমাদের অংশীদার, সহকর্মী, গ্রাহক, স্টেকহোল্ডারদের প্রত্যাশা বাড়ানোর ব্যাপারে স্থির প্রতিজ্ঞবদ্ধ রয়েছি।’
এদিকে, ফোনে আড়ি পাতার খবর প্রকাশ পাওয়ার পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বলেছেন, সে দেশে রুপার্ট মারডকের মালিকানাধীন মিডিয়া সাম্রাজ্যকে ‘কড়া জেরার’ মুখোমুখি হতে হবে। তিনি বলেছেন, যুক্তরাজ্যে মারডকের ব্যবসা-বাণিজ্যের খবর শোনার পর তিনি ‘বিরক্ত’ হয়েছেন।
নিউ সাউথ ওয়েলসে সাংবাদিকদের গিলার্ড বলেন, ‘মানুষ যখন দেখতে পাচ্ছে কারও কারও ফোনে আড়ি পাতা হয়েছে এবং এর জের ধরে অনেকের জীবনে দুঃখ নেমে এসেছে, তখন আমি মনে করি, অনেক প্রশ্নের জবাব দেওয়া তাঁদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।’
অস্ট্রেলিয়ার ৭০ শতাংশ লোক মারডকের নিউজ করপোরেশনের মালিকানাধীন পত্রিকা ও টেলিভিশনের নিয়মিত পাঠক ও দর্শক।
এদিকে সম্প্রতি বন্ধ করে দেওয়া ব্রিটিশ পত্রিকা নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর সাবেক সম্পাদক অ্যান্ডি কুলসনকে নিজের যোগাযোগবিষয়ক প্রধান হিসেবে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে বিরোধী দল লেবার পার্টির কঠোর সমালোচনার মুখে পড়তে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ফোনে আড়ি পাতার কেলেংকারিতে কুলসনের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
ফোনে আড়ি পাতার ঘটনায় সম্প্রতি মিডিয়া মোগল রুপার্ট মারডকের মালিকানাধীন নিউজ অব দ্য ওয়ার্ল্ড বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় মারডকের কোম্পানি ডাউ জোনসের প্রধান নির্বাহীর পদ ছেড়ে দেন তাঁর দীর্ঘদিনের ঘনিষ্ঠ বলে পরিচিত লেস হিনটন। হিনটনের পদত্যাগ করার কয়েক ঘণ্টা আগে পদত্যাগ করেন মারডকের নিউজ ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী রেবেকা ব্রুকস।
No comments