চীনের জিনজিয়াংয়ে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১৮
চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং এলাকায় একটি থানায় হামলার ঘটনায় এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে।
দেশটির কর্তৃপক্ষ গতকাল বুধবার জানায়, চলতি বছরের সবচেয়ে ভয়াবহ ওই সহিংসতায় দুই পুলিশ সদস্য, দুই জিম্মি ও ১৪ ‘দাঙ্গাকারী’ নিহত হন।
এর আগে চীনের সরকারি কর্মকর্তারা বলেছিলেন, গত সোমবারের ওই ‘সন্ত্রাসী হামলায়’ অন্তত চারজন নিহত হন। তবে জার্মানভিত্তিক নির্বাসিত সংগঠন ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস বলেছে, উইঘুরদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে পুলিশ গুলিবর্ষণ করলে ওই ঘটনা ঘটে। সংগঠনটি আরও দাবি করে, এতে ২০ উইঘুর নিহত হন, যাঁদের মধ্যে ১৪ জনকে পিটিয়ে ও ছয়জনকে গুলি করে হত্যা করা হয়। এ ছাড়া ৭০ জনকে গ্রেপ্তার করা হয়।
দেশটির কর্তৃপক্ষ গতকাল বুধবার জানায়, চলতি বছরের সবচেয়ে ভয়াবহ ওই সহিংসতায় দুই পুলিশ সদস্য, দুই জিম্মি ও ১৪ ‘দাঙ্গাকারী’ নিহত হন।
এর আগে চীনের সরকারি কর্মকর্তারা বলেছিলেন, গত সোমবারের ওই ‘সন্ত্রাসী হামলায়’ অন্তত চারজন নিহত হন। তবে জার্মানভিত্তিক নির্বাসিত সংগঠন ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস বলেছে, উইঘুরদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে পুলিশ গুলিবর্ষণ করলে ওই ঘটনা ঘটে। সংগঠনটি আরও দাবি করে, এতে ২০ উইঘুর নিহত হন, যাঁদের মধ্যে ১৪ জনকে পিটিয়ে ও ছয়জনকে গুলি করে হত্যা করা হয়। এ ছাড়া ৭০ জনকে গ্রেপ্তার করা হয়।
No comments