মিসরে হাজার হাজার মানুষের বিক্ষোভ
মিসরের রাস্তায় রাস্তায় গতকাল শুক্রবার জুমার নামাজের পর হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। হোসনি মোবারকের অপসারণের পর রাজনৈতিক সংস্কারে বিলম্ব হওয়ায় ক্ষমতাসীন সামরিক শাসকের বিরুদ্ধে এ বিক্ষোভ হয়।
রাজধানী কায়রোর তাহিরর স্কয়ারে নামাজ শেষে মুসল্লিরা রাস্তায় বসে পড়েন। এ সময় সূর্যের প্রখর তাপ থেকে বাঁচতে মাথার ওপর শামিয়ানা টানানো হয়। স্কয়ারের এক পাশে একটি ব্যানারে লেখা ছিল, ‘আমাদের বিপ্লব চলছে’। একজন বিক্ষোভকারী বলেন, ‘আমরা কোনো পরিবর্তন অনুভব করছি না।
রাজধানী কায়রোর তাহিরর স্কয়ারে নামাজ শেষে মুসল্লিরা রাস্তায় বসে পড়েন। এ সময় সূর্যের প্রখর তাপ থেকে বাঁচতে মাথার ওপর শামিয়ানা টানানো হয়। স্কয়ারের এক পাশে একটি ব্যানারে লেখা ছিল, ‘আমাদের বিপ্লব চলছে’। একজন বিক্ষোভকারী বলেন, ‘আমরা কোনো পরিবর্তন অনুভব করছি না।
No comments