পাকিস্তানের প্রস্তাবে ভারতের ‘না’
রাজনৈতিক টানাপোড়েনে আবারও বন্ধ হয়ে আছে ক্রিকেটের পরম প্রার্থিত ভারত-পাকিস্তান দ্বৈরথ। আইসিসি নিজে থেকে উদ্যোগ নিয়েছে এই সিরিজ আবার চালু করার। নিকট ভবিষ্যতে ভারতীয় দলের পাকিস্তান সফর করার সম্ভাবনা নেই বলে ‘হোম’ সিরিজটি ভারতে গিয়েই খেলে আসতে রাজি পাকিস্তান। কিন্তু সে ক্ষেত্রে তাদের চাওয়া, সিরিজ থেকে লভ্যাংশ সমান ভাগাভাগি হতে হবে। অন্যায় চাওয়া নয়। সিরিজটা পাকিস্তানে হলে পুরো টাকাই তো তাদের পকেটে যেত। কিন্তু পিসিবির এই দাবি মানছে না ভারতীয় ক্রিকেট বোর্ড।
পিসিবির সভাপতি ইজাজ বাট বলেছেন, ‘আমরাও আশা করি, সিরিজ আবার শুরু হবে। আমরা ওদের বলেছিও, ভারতে গিয়ে খেলতে আমাদের আপত্তি নেই। কিন্তু আয়টা ৫০-৫০ ভাগাভাগি করতে হবে। ওরা এই প্রস্তাবে রাজি নয়। স্বাভাবিকভাবেই বাকি যেকোনো শীর্ষস্থানীয় দলের চেয়ে ভারতের সঙ্গে খেললে আমাদের বেশি আয় হবে। পুরো ব্যাপারটা নিয়ে এখনো আলোচনা করতে হবে। কিন্তু ওরা যে দাবিগুলো করছে, সবই একতরফা।’
পিসিবির সভাপতি ইজাজ বাট বলেছেন, ‘আমরাও আশা করি, সিরিজ আবার শুরু হবে। আমরা ওদের বলেছিও, ভারতে গিয়ে খেলতে আমাদের আপত্তি নেই। কিন্তু আয়টা ৫০-৫০ ভাগাভাগি করতে হবে। ওরা এই প্রস্তাবে রাজি নয়। স্বাভাবিকভাবেই বাকি যেকোনো শীর্ষস্থানীয় দলের চেয়ে ভারতের সঙ্গে খেললে আমাদের বেশি আয় হবে। পুরো ব্যাপারটা নিয়ে এখনো আলোচনা করতে হবে। কিন্তু ওরা যে দাবিগুলো করছে, সবই একতরফা।’
No comments