ব্রাজিল-জার্মানির বিদায়
রেনেসাঁ এসেছে উরুগুয়ের ফুটবলে! গত বছর বিশ্বকাপ ফুটবলের শেষ চারে উঠেছিল তারা। এবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালেই উঠে গেল বিশ্ব ফুটবলের একসময়ের পরাশক্তিরা। সেটাও তিনবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে। এই প্রথম অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে কোনো দক্ষিণ আমেরিকান দেশের কাছে হারল ব্রাজিল। যেটি এই পর্যায়ে তাদের সবচেয়ে বড় পরাজয়ও। তবে গতবার গ্রুপ পর্বই না পেরোতে পারার পর এবার সেমিফাইনাল তো উন্নতিই!
আগামীকাল (বাংলাদেশ সময় পরশু সকাল আটটা) মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে স্বাগতিক দলের বিপক্ষে ফাইনাল খেলবে চারুয়ারা। ২০০৫-এর চ্যাম্পিয়ন মেক্সিকো হুলিও গোমেজের শেষ মিনিটের গোলে ৩-২ গোলে হারায় জার্মানিকে। এর আগে খেলা শুরুর তিন মিনিটেই গোলের সূচনা করেছিলেন মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হওয়া এই ডিফেন্ডার। এরপর অবশ্য দুই গোল করে এগিয়ে গিয়েছিল জার্মানি। ৭৬ মিনিটে সমতা ফেরানোর পর শেষ মুহূর্তে ওই গোল।
আগামীকাল (বাংলাদেশ সময় পরশু সকাল আটটা) মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে স্বাগতিক দলের বিপক্ষে ফাইনাল খেলবে চারুয়ারা। ২০০৫-এর চ্যাম্পিয়ন মেক্সিকো হুলিও গোমেজের শেষ মিনিটের গোলে ৩-২ গোলে হারায় জার্মানিকে। এর আগে খেলা শুরুর তিন মিনিটেই গোলের সূচনা করেছিলেন মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হওয়া এই ডিফেন্ডার। এরপর অবশ্য দুই গোল করে এগিয়ে গিয়েছিল জার্মানি। ৭৬ মিনিটে সমতা ফেরানোর পর শেষ মুহূর্তে ওই গোল।
No comments