শক্ত অবস্থানে ভারত
ডমিনিকা টেস্টের তৃতীয় দিন শেষে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ২০৪ রানেই গুটিয়ে দেওয়ার পর ইতিমধ্যেই ১০৪ রানে এগিয়ে গেছে সফরকারীরা। গতকাল লক্ষণ, রায়না ও ধোনিদের ভালো ব্যাটিংয়ের সুবাদে ছয় উইকেটের বিনিময়ে ৩০৮ রান সংগ্রহ করে দিন শেষ করেছেন তাঁরা।
দিনের শুরুটা অবশ্য ভালোমতো করতে পারেনি ভারত। মাত্র ১৮ রানের মধ্যেই সাজঘরে ফিরেছিলেন মুরলি বিজয় ও রাহুল দ্রাবিড়। তৃতীয় উইকেটে ৯৮ রানের জুটি গড়ে সেই প্রাথমিক ধাক্কাটা ভালোমতোই সামাল দেন অভিনব মুকুন্দ ও ভিভিএস লক্ষণ। ১১৬ রানের মাথায় এ জুটি ভাঙেন উইন্ডিজ লেগস্পিনার দেবেন্দ্র বিশু। ৬২ রান করে ফিরে যান মুকুন্দ। এরপর অল্প সময়ের মধ্যেই সাজঘরের পথ ধরেন বিরাট কোহলি (৩০) ও লক্ষণ (৫৬)। ষষ্ঠ উইকেটে আবারও ১০৩ রানের চমত্কার এক জুটি গড়েন সুরেশ রায়না ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দিনের শেষ পর্যায়ে রায়নাকে (৫০) সাজঘরে ফিরিয়ে উইন্ডিজ শিবিরে কিছুটা স্বস্তি ফিরিয়েছেন ফিদেল এডওয়ার্ড। তবে এখনো ৬৫ রান করে উইকেটে আছেন ধোনি। ১২ রান নিয়ে অপরাজিত আছেন হরভজন সিং।
দিনের শুরুটা অবশ্য ভালোমতো করতে পারেনি ভারত। মাত্র ১৮ রানের মধ্যেই সাজঘরে ফিরেছিলেন মুরলি বিজয় ও রাহুল দ্রাবিড়। তৃতীয় উইকেটে ৯৮ রানের জুটি গড়ে সেই প্রাথমিক ধাক্কাটা ভালোমতোই সামাল দেন অভিনব মুকুন্দ ও ভিভিএস লক্ষণ। ১১৬ রানের মাথায় এ জুটি ভাঙেন উইন্ডিজ লেগস্পিনার দেবেন্দ্র বিশু। ৬২ রান করে ফিরে যান মুকুন্দ। এরপর অল্প সময়ের মধ্যেই সাজঘরের পথ ধরেন বিরাট কোহলি (৩০) ও লক্ষণ (৫৬)। ষষ্ঠ উইকেটে আবারও ১০৩ রানের চমত্কার এক জুটি গড়েন সুরেশ রায়না ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দিনের শেষ পর্যায়ে রায়নাকে (৫০) সাজঘরে ফিরিয়ে উইন্ডিজ শিবিরে কিছুটা স্বস্তি ফিরিয়েছেন ফিদেল এডওয়ার্ড। তবে এখনো ৬৫ রান করে উইকেটে আছেন ধোনি। ১২ রান নিয়ে অপরাজিত আছেন হরভজন সিং।
No comments