নিরাপত্তাবলয়ে ফুটবল দল
বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল কাল সন্ধ্যায় লাহোর পৌঁছেছে। ঢাকা বিমানবন্দরে চার ঘণ্টা বিলম্বে করাচির উড়ান ধরে সকাল সাড়ে সাতটায় করাচিতে নেমেছে বিপ্লবের দল। সেখান থেকে বিকেল সোয়া তিনটায় বিমানে উঠেছে লাহোরে নেমেছে সন্ধ্যা সোয়া ছয়টায়।
লাহোর থেকে বাংলাদেশ দলের ম্যানেজার ছাইদ হাসান কানন জানালেন, বিমানবন্দরে দলের জন্য ছিল বাড়তি নিরাপত্তা। হোটেলে যাওয়ার পথে গাড়ির সামনে-পেছনেও ছিল নিরাপত্তাবেষ্টনী। হোটেলেও নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। যাত্রাপথে থাকায় কাল অনুশীলন করতে পারেনি দল। আজ সকালে পাঞ্জাব স্টেডিয়ামে অনুশীলন করবে। এই মাঠেই আগামীকাল ম্যাচ। গত বুধবার প্রথম লেগে বাংলাদেশ ৩-০ গোলে জিতে পরের রাউন্ডে এক পা দিয়ে রেখেছে।
লাহোর থেকে বাংলাদেশ দলের ম্যানেজার ছাইদ হাসান কানন জানালেন, বিমানবন্দরে দলের জন্য ছিল বাড়তি নিরাপত্তা। হোটেলে যাওয়ার পথে গাড়ির সামনে-পেছনেও ছিল নিরাপত্তাবেষ্টনী। হোটেলেও নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। যাত্রাপথে থাকায় কাল অনুশীলন করতে পারেনি দল। আজ সকালে পাঞ্জাব স্টেডিয়ামে অনুশীলন করবে। এই মাঠেই আগামীকাল ম্যাচ। গত বুধবার প্রথম লেগে বাংলাদেশ ৩-০ গোলে জিতে পরের রাউন্ডে এক পা দিয়ে রেখেছে।
No comments