নতুন আইনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা
ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকারের পাস করা ‘সিঙ্গুর পুনর্বাসন ও উন্নয়ন বিল’ আইনের বিরুদ্ধে গত বুধবার কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছে।
সিঙ্গুরের কৃষকদের পক্ষে কলকাতার সাবেক মেয়র ও বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলাটি করেন। আদালত ১৯ জুলাই মামলার শুনানির জন্য দিন ধার্য করেছেন।
মামলার আরজিতে বলা হয়েছে, সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়ার জন্য সরকার যে নতুন আইন করেছে, তা সংবিধানবিরোধী। এই আইন করে কৃষকদের একাংশের মধ্যে জমি ফেরত দেওয়ার উদ্যোগ নিয়ে সরকার সিঙ্গুরের কৃষকদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে।
সিঙ্গুরে ন্যানো গাড়ির কারখানা নির্মাণে বিগত সরকার টাটাকে ৯৯৭ দশমিক ১৭ একর জমি ইজারা দেয়।
সিঙ্গুরের কৃষকদের পক্ষে কলকাতার সাবেক মেয়র ও বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলাটি করেন। আদালত ১৯ জুলাই মামলার শুনানির জন্য দিন ধার্য করেছেন।
মামলার আরজিতে বলা হয়েছে, সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়ার জন্য সরকার যে নতুন আইন করেছে, তা সংবিধানবিরোধী। এই আইন করে কৃষকদের একাংশের মধ্যে জমি ফেরত দেওয়ার উদ্যোগ নিয়ে সরকার সিঙ্গুরের কৃষকদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে।
সিঙ্গুরে ন্যানো গাড়ির কারখানা নির্মাণে বিগত সরকার টাটাকে ৯৯৭ দশমিক ১৭ একর জমি ইজারা দেয়।
No comments