মুক্তির পর প্রথম সফরে যাচ্ছেন অং সান সু চি
মুক্তির পর আগামী সপ্তাহে প্রথমবারের মতো ইয়াঙ্গুনের বাইরে যাচ্ছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। তবে এটি রাজনৈতিক সফর নয়। গতকাল শুক্রবার দলীয় সূত্র এ কথা জানায়।
সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) একজন জ্যেষ্ঠ সদস্য বলেন, সু চি আগামী সোমবার ব্যক্তিগত সফরে ছেলে কিম অ্যারিসসহ প্রাচীন নগর বাগানে যাবেন।
এনএলডির এই সদস্য তাঁর নাম প্রকাশ করেননি। কারণ, সু চির এই সফরের কথা প্রকাশ করা হবে না।
এনএলডির ওই সদস্য বলেন, মুক্তির পর এটাই হবে সু চির প্রথম ব্যক্তিগত সফর। তিনি জানান, সু চি ও তাঁর ছেলে প্রায় পাঁচ দিন সেখানে থাকবেন। এই সদস্য আরও জানান, সু চির রাজনৈতিক সফরের পরিকল্পনা এখনো নেওয়া হয়নি।
এর আগে সু চি রাজনৈতিক সফর শুরুর পরিকল্পনা নেওয়ার পর তাঁর দলকে রাজনীতি থেকে দূরে থাকার নির্দেশ দেয় সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়, সু চি যদি পরিকল্পনা নিয়ে অগ্রসর হন, তাহলে ‘নৈরাজ্য ও হাঙ্গামা’ দেখা দিতে পারে।
এদিকে সমর্থন দেওয়ার জন্য গত বৃহস্পতিবার গণতান্ত্রিক দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন সু চি। তিনি বলেন, তাঁর দেশ গণতান্ত্রিক দেশগুলোর পাশে জায়গা করে নেবে বলে তিনি আশা করছেন।
সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) একজন জ্যেষ্ঠ সদস্য বলেন, সু চি আগামী সোমবার ব্যক্তিগত সফরে ছেলে কিম অ্যারিসসহ প্রাচীন নগর বাগানে যাবেন।
এনএলডির এই সদস্য তাঁর নাম প্রকাশ করেননি। কারণ, সু চির এই সফরের কথা প্রকাশ করা হবে না।
এনএলডির ওই সদস্য বলেন, মুক্তির পর এটাই হবে সু চির প্রথম ব্যক্তিগত সফর। তিনি জানান, সু চি ও তাঁর ছেলে প্রায় পাঁচ দিন সেখানে থাকবেন। এই সদস্য আরও জানান, সু চির রাজনৈতিক সফরের পরিকল্পনা এখনো নেওয়া হয়নি।
এর আগে সু চি রাজনৈতিক সফর শুরুর পরিকল্পনা নেওয়ার পর তাঁর দলকে রাজনীতি থেকে দূরে থাকার নির্দেশ দেয় সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়, সু চি যদি পরিকল্পনা নিয়ে অগ্রসর হন, তাহলে ‘নৈরাজ্য ও হাঙ্গামা’ দেখা দিতে পারে।
এদিকে সমর্থন দেওয়ার জন্য গত বৃহস্পতিবার গণতান্ত্রিক দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন সু চি। তিনি বলেন, তাঁর দেশ গণতান্ত্রিক দেশগুলোর পাশে জায়গা করে নেবে বলে তিনি আশা করছেন।
No comments