বার্সেলোনায় ‘নতুন মেসি’
যাঁকে বলা হচ্ছিল ‘নতুন মেসি’, সেই অ্যালেক্সিস সানচেজ সতীর্থ হিসেবে লিওনেল মেসিকেই পাচ্ছেন। উদিনেসে থেকে বার্সেলোনায় আসছেন এই ২২ বছর বয়সী ফরোয়ার্ড। চিলির এই উঠতি তারকাকে কিনতে বার্সেলোনাকে গুনতে হচ্ছে ২ কোটি ৬০ লাখ ইউরো। চুক্তির অন্যান্য শর্ত মিলিয়ে যে ট্রান্সফার ফিটা শেষ পর্যন্ত ৩ কোটি ৭৫ লাখ ইউরোতে গিয়ে পৌঁছাতে পারে। সোমবার বার্সেলোনায় স্বাস্থ্যপরীক্ষা দেওয়ার পর হবে আনুষ্ঠানিক চুক্তি।
সানচেজ বার্সেলোনায় আসায় অন্য দুই ফরোয়ার্ড ডেভিড ভিয়া আর পেদ্রোর জন্য একাদশে জায়গা করে নেওয়া হতে পারে নতুন চ্যালেঞ্জ। তবে তাঁর দলভুক্তির সঙ্গে সঙ্গে এটা নিশ্চিত হয়ে যায়, বার্সা ছাড়ছেন বোজান কিরকিচ। পরে এই অনুমান সত্যি হয়। ১ কোটি ২০ লাখ ইউরোতে ইতালির এএস রোমা কিনে নিয়েছে এই তরুণ স্ট্রাইকারকে।
ওদিকে কার্লোস তেভেজকে ম্যানচেস্টার সিটিতে এসে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হলেও এই আর্জেন্টাইন এখনো তাঁর সিদ্ধান্তে অটল। করিন্থিয়ানসের সঙ্গে চুক্তিটা সময়ের অভাবে হতে না পারায় এখন তেভেজের ব্যাপারে আগ্রহী ইন্টার মিলান। দেখা যাক, এবার কোনো সমাধান হয় কি না।
সানচেজ বার্সেলোনায় আসায় অন্য দুই ফরোয়ার্ড ডেভিড ভিয়া আর পেদ্রোর জন্য একাদশে জায়গা করে নেওয়া হতে পারে নতুন চ্যালেঞ্জ। তবে তাঁর দলভুক্তির সঙ্গে সঙ্গে এটা নিশ্চিত হয়ে যায়, বার্সা ছাড়ছেন বোজান কিরকিচ। পরে এই অনুমান সত্যি হয়। ১ কোটি ২০ লাখ ইউরোতে ইতালির এএস রোমা কিনে নিয়েছে এই তরুণ স্ট্রাইকারকে।
ওদিকে কার্লোস তেভেজকে ম্যানচেস্টার সিটিতে এসে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হলেও এই আর্জেন্টাইন এখনো তাঁর সিদ্ধান্তে অটল। করিন্থিয়ানসের সঙ্গে চুক্তিটা সময়ের অভাবে হতে না পারায় এখন তেভেজের ব্যাপারে আগ্রহী ইন্টার মিলান। দেখা যাক, এবার কোনো সমাধান হয় কি না।
No comments