সাবেক প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা ছিল ব্রেইভিকের
নরওয়ের রাজধানী অসলোতে বোমা হামলা ও উটোয়া দ্বীপে নির্বিচারে গুলি চালিয়ে কমপক্ষে ৯৩ জনকে হত্যার দায় স্বীকার করা অ্যান্ডারস বেহরিং ব্রেইভিক পুলিশকে জানিয়েছেন, দেশটির সাবেক প্রধানমন্ত্রী গ্রো হারলেম ব্রান্ডল্যান্ডকে হত্যার উদ্দেশে তিনি ওই হামলা চালিয়েছেন। গতকাল সোমবার অসলোর আফেনপোস্টেন পত্রিকা এ কথা জানিয়েছে।
গত শুক্রবার উটোয়া দ্বীপে লেবার পার্টির যুব সম্মেলনে ভাষণ দেন ব্রান্ডল্যান্ড। এরপর ব্রেইভিক পৌঁছার আগেই তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। আশি ও নব্বইয়ের দশকে ব্রান্ডল্যান্ড ক্ষমতাসীন লেবার পার্টির সরকারকে তিনবার নেতৃত্ব দিয়েছেন।
অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ওই পত্রিকাটি জানায়, গত শুক্রবার উটোয়া দ্বীপে ব্রান্ডল্যান্ডের সফরের সময় সেখানে ব্রেইভিকের পৌঁছার কথা। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঘটনাস্থলে পৌঁছাতে তাঁর দেরি হয়ে গেছে।
গত শুক্রবার উটোয়া দ্বীপে লেবার পার্টির যুব সম্মেলনে ভাষণ দেন ব্রান্ডল্যান্ড। এরপর ব্রেইভিক পৌঁছার আগেই তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। আশি ও নব্বইয়ের দশকে ব্রান্ডল্যান্ড ক্ষমতাসীন লেবার পার্টির সরকারকে তিনবার নেতৃত্ব দিয়েছেন।
অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ওই পত্রিকাটি জানায়, গত শুক্রবার উটোয়া দ্বীপে ব্রান্ডল্যান্ডের সফরের সময় সেখানে ব্রেইভিকের পৌঁছার কথা। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঘটনাস্থলে পৌঁছাতে তাঁর দেরি হয়ে গেছে।
No comments