ভারতীয় ক্রিকেটারদের অবনমন
‘ঐতিহাসিক’ লর্ডস টেস্টে ১৯৬ রানে হার। এ হারের ফলেই নিচে নেমে গেছেন আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ভারতীয় দলের বেশির ভাগ ক্রিকেটার।
দুই থেকে চারে শচীন। নিচে নেমে ভিভিএস লক্ষ্মণের অবস্থান সপ্তমে। ইনজুরির কারণে লর্ডস টেস্টে খেলতে না পারা বীরেন্দর শেবাগ নেমেছেন ১০ নম্বরে। অবনমন ঘটেছে বোলারদের র্যাঙ্কিংয়েও। চার ধাপ নিচে নেমে হরভজন সিং আছেন ১১ নম্বরে। এই টেস্টের প্রথম ইনিংসে ইনজুরিতে পড়া জহির খানের অবস্থান পঞ্চম স্থানে।
স্বাভাবিকভাবেই উন্নতি হয়েছে লর্ডস টেস্টজয়ী ইংলিশ ক্রিকেটারদের। বোলারদের র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানটি দখল করেছেন ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। তাঁর পরই আছেন স্পিনার গ্রায়েম সোয়ান। ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানটি গেছে ইংল্যান্ডের জোনাথন ট্রটের দখলে। প্রথম ইনিংসে ২০২ রানে অপরাজিত থাকা কেভিন পিটারসেন ১৪ ধাপ উপরে উঠেছেন। রাহুল দ্রাবিড়ের সঙ্গে যৌথভাবে পিটারসেনের অবস্থান ১৫ নম্বরে।
ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থানটা যথারীতি আগলে রেখেছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। বোলারদের তালিকার শীর্ষস্থানটা ফিরে পেয়েছেন তাঁরই সতীর্থ ডেল স্টেইন।
দুই থেকে চারে শচীন। নিচে নেমে ভিভিএস লক্ষ্মণের অবস্থান সপ্তমে। ইনজুরির কারণে লর্ডস টেস্টে খেলতে না পারা বীরেন্দর শেবাগ নেমেছেন ১০ নম্বরে। অবনমন ঘটেছে বোলারদের র্যাঙ্কিংয়েও। চার ধাপ নিচে নেমে হরভজন সিং আছেন ১১ নম্বরে। এই টেস্টের প্রথম ইনিংসে ইনজুরিতে পড়া জহির খানের অবস্থান পঞ্চম স্থানে।
স্বাভাবিকভাবেই উন্নতি হয়েছে লর্ডস টেস্টজয়ী ইংলিশ ক্রিকেটারদের। বোলারদের র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানটি দখল করেছেন ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। তাঁর পরই আছেন স্পিনার গ্রায়েম সোয়ান। ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানটি গেছে ইংল্যান্ডের জোনাথন ট্রটের দখলে। প্রথম ইনিংসে ২০২ রানে অপরাজিত থাকা কেভিন পিটারসেন ১৪ ধাপ উপরে উঠেছেন। রাহুল দ্রাবিড়ের সঙ্গে যৌথভাবে পিটারসেনের অবস্থান ১৫ নম্বরে।
ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থানটা যথারীতি আগলে রেখেছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। বোলারদের তালিকার শীর্ষস্থানটা ফিরে পেয়েছেন তাঁরই সতীর্থ ডেল স্টেইন।
No comments