২০০ রানে ১
লর্ডস টেস্টটা ভালো যায়নি হরভজন সিংয়ের। ২১৮ রান দিয়ে ১ উইকেট। গড়েছেন টেস্ট ম্যাচে দুই ইনিংসেই বল করে ২০০ রান দিয়ে মাত্র ১ উইকেট পাওয়ার দশম উদাহরণ। ১৯৩৮-৩৯ মৌসুমে ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার নরমান গর্ডন প্রথম এই রেকর্ড করেন। প্রথম ইনিংসে ৮২ রানে কোনো উইকেটে না পেলেও দ্বিতীয় ইনিংসে ১৭৪ রান দিয়ে এডি পেন্টারের উইকেটটি পেয়েছিলেন ম্যাচে মোট ২৫৬ রান দেওয়া গর্ডন। রান দেওয়ার ক্ষেত্রে তিনিই এক নম্বরে। এরপর আছেন অনিল কুম্বলে, ২০০৪-০৫ মৌসুমে বেঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে ২৪৭ রানে ১ উইকেট পেয়েছিলেন এ লেগ স্পিনার। তিনে আরেক ভারতীয় এরাপল্লী প্রসন্ন (২৪১/১), চারে হরভজন ও পাঁচে ইংল্যান্ডের টনি লক (২১৬/১)।
No comments