বন্দীদের জন্য টেলিফোন
ভারতের তামিলনাড়ু রাজ্যের কেন্দ্রীয় কারাগারের কর্তৃপক্ষ সব বন্দীকে টেলিফোন-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তের ফলে এ কারাগারে আটক প্রায় ১৩ হাজার বন্দী তাদের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও আইনজীবীদের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ পাবে। এ জন্য বন্দীদের মাসে ৩০ রুপি করে পরিশোধ করতে হবে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে এই ব্যবস্থা চালু করা হবে। কারাগারে বন্দীরা অবৈধভাবে মুঠোফোন ব্যবহার করে—এ ধরনের টানা অভিযোগের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে এই ব্যবস্থা চালু করা হবে। কারাগারে বন্দীরা অবৈধভাবে মুঠোফোন ব্যবহার করে—এ ধরনের টানা অভিযোগের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
No comments