রক্তচাপ ১৭০/১১০
কথা ছিল ফুটবলারদের সঙ্গে পরিচিতি পর্বটা সেরে ফেলবেন বিকেএসপি পৌঁঁছেই। কিন্তু হলো না। কাল বিকেলে বিকেএসপি পৌঁছেই নতুন কোচ নিকোলা ইলিয়েভস্কি টের পেলেন শরীরের অবস্থা ঠিক সুবিধার নয়। বিচলিত হয়ে পড়লেন ফুটবল দলের ম্যানেজার ছাইদ হাসান কানন। সঙ্গে সঙ্গেই ডাক পড়ল বাফুফের চিকিৎসক পারভেজের। রক্তচাপ মেপে দেখা গেল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি—১৭০/১১০! সবকিছু বাদ দিয়ে আন্তর্জাতিক হোস্টেলে নিজের রুমে গিয়ে সটান শুয়ে পড়লেন কোচ। ঘণ্টা তিনেক বিশ্রাম নিলেন সেখানেই। রাত আটটার পর কিছুটা সুস্থ বোধ করায় নিজেই খেলোয়াড়দের ডেকে পরিচিত হলেন। বাংলাদেশের ফুটবল কোচের রক্তচাপ বাড়িয়ে দেবে না তো?
No comments