কৃপণ বোলিংয়ে সাকিবের ২ উইকেট
লিস্টারশায়ারের ব্যাটসম্যানদের ব্যাটে যখন ঝড়, বোলিংয়ে এসে সাকিব আল হাসান প্রথম ওভারে দিলেন ১ রান। পরের ওভারে ২ রান দিয়ে নিলেন জেমস টেলর ও অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের উইকেট। এর আগে রানআউট করেন জ্যাকস ডু টোইটকে। ৪ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট। কিন্তু ব্যাট হাতে আবারও ব্যর্থ, কাল আউট ৯ রানে। আর তাঁর দল উস্টারশায়ারও ম্যাচে হেরে গেছে ১৯ রানে। গ্রুপের পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা স্বাগতিক লিস্টার ২০ ওভারে তোলে ৯ উইকেটে ১৫১। উস্টার ৭ উইকেটে ১৩২ রানের বেশি যেতে পারেনি। ম্যাকডোনাল্ডকে আউট করেছিলেন সাকিব। পরে তাঁকে আউট করে অস্ট্রেলীয় অলরাউন্ডার তার প্রতিশোধ নিয়েছেন।
No comments