আট লাখ কানাডীয় ডলারে বিক্রি হলো ডায়ানার পোশাক
ব্রিটেনের প্রয়াত প্রিন্সেস ডায়ানার একটি পোশাক গত বৃহস্পতিবার নিলামে আট লাখ কানাডীয় ডলারে (পাঁচ লাখ ১০ হাজার পাউন্ড) বিক্রি হয়েছে। কানাডার টরন্টোয় এই নিলাম অনুষ্ঠিত হয়। নিলামকারী প্রতিষ্ঠান ওয়াডিংটনস এই নিলামের আয়োজন করে।
১৯৮৫ সালে গাঢ় নীল রঙের এই মখমলের পোশাক পরে হোয়াইট হাউসে রাষ্ট্রীয় ভোজে হলিউড তারকা জন ট্রাভোল্টার সঙ্গে নেচেছিলেন প্রিন্সেস ডায়ানা। পোশাকটি নকশা করেন বিশিষ্ট নকশাকার ভিক্টর এডেলস্টেইন।
১৯৮৫ সালে গাঢ় নীল রঙের এই মখমলের পোশাক পরে হোয়াইট হাউসে রাষ্ট্রীয় ভোজে হলিউড তারকা জন ট্রাভোল্টার সঙ্গে নেচেছিলেন প্রিন্সেস ডায়ানা। পোশাকটি নকশা করেন বিশিষ্ট নকশাকার ভিক্টর এডেলস্টেইন।
No comments