ভিয়া বার্সারই
দলবদলের বাজারের বাজেট বাড়াতে ডেভিড ভিয়াকে বেচে দিতে চায় বার্সেলোনা। এমন গুঞ্জনের মাঝে মুখ খুললেন এই স্ট্রাইকার। জানিয়ে দিলেন, ‘এখন পর্যন্ত যেসব বলা হয়েছে সেসবে আমি একটু মাথা ঘামাইনি। কারণ এটা কোনো গুঞ্জন বা অনুমান নয়; এটা স্রেফ মিথ্যা। আমার তো ইচ্ছা বার্সেলোনায় খেলেই অবসর নেওয়া। এখান থেকেই বোঝা যায়, এখানে সবকিছুই আমার জন্য ভালোমতো চলছে।
No comments