লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের লেনদেন স্থগিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় আজ রোববার দুপুর ১২টা দুই মিনিটে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন স্থগিত করা হয়। দিনের বাকি সময়ের জন্য সময়ের জন্য এই আদেশ বহাল থাকবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির শেয়ার কেনাবেচায় আরও সতর্ক হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অন্যদিকে শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার কারণ জানতে চেয়ে ডিএসই ও সিএসইর গত ২৩ জুন প্রদান করা নোটিশের জবাব দিয়েছে চার প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানগুলো হলো, লিগাসি ফুটওয়্যার, অ্যাপেক্স ফুডস, এএমসিএল (প্রাণ) ও কর্ণফুলী ইনস্যুরেন্স।
প্রতিষ্ঠানগুলো জানায়, সম্প্রতি এ প্রতিষ্ঠানের শেয়ারের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।
অন্যদিকে শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার কারণ জানতে চেয়ে ডিএসই ও সিএসইর গত ২৩ জুন প্রদান করা নোটিশের জবাব দিয়েছে চার প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানগুলো হলো, লিগাসি ফুটওয়্যার, অ্যাপেক্স ফুডস, এএমসিএল (প্রাণ) ও কর্ণফুলী ইনস্যুরেন্স।
প্রতিষ্ঠানগুলো জানায়, সম্প্রতি এ প্রতিষ্ঠানের শেয়ারের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।
No comments