পুঁজিবাজার ঊর্ধ্বমুখী
দেশের পুঁজিবাজার আজ মঙ্গলবার দিনভর ছিল ঊর্ধ্বমুখী। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেন শেষে বেড়েছে দুই শতাধিক শেয়ারের দাম। সঙ্গে সূচক ও লেনদেন বেড়েছে।
ডিএসইতে আজ সাধারণ মূল্যসূচক ৪৯.৩১ পয়েন্ট বেড়ে ৫,৭৪৫.০৯ পয়েন্টে দাঁড়ায়। আজ লেনদেন হওয়া ২৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২০৩টির দাম বেড়েছে। ৪৩টির কমেছে ও অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে মোট ৪৫৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১১৫ কোটি টাকা বেশি।
ডিএসইতে লেনদেনের ১০ মিনিটের দিকে সূচক ১২১ পয়েন্ট বেড়ে যায়। প্রথম আধঘণ্টা শেষে সূচক ১১৪ পয়েন্ট বাড়ে। এরপর সূচক বাড়ার হার কিছুটা কমে যায়। দ্বিতীয় ঘণ্টার পর সূচক ১০৬ পয়েন্ট বাড়ে। তবে বেলা দুইটার পর থেকে সূচক বাড়ার হার কমতে থাকে। দিন শেষে সূচক বাড়ে ৪৯ পয়েন্ট।
এ সময়ে লেনদেন হওয়া শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—বেক্সিমকো, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ইউসিবিএল, এম আই সিমেন্ট, আফতাব অটো, বেক্সটেক্স, ইউনাইটেড এয়ারওয়েজ, সিটি ব্যাংক, ওয়ান ব্যাংক লিমিটেড ও এনবিএল।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আজ ১৬৪.২২ পয়েন্ট বেড়ে ১৫৯৫৯.৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে হাত বদল হওয়া ১৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৪৭টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে ৫৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২০ কোটি টাকা বেশি
ডিএসইতে আজ সাধারণ মূল্যসূচক ৪৯.৩১ পয়েন্ট বেড়ে ৫,৭৪৫.০৯ পয়েন্টে দাঁড়ায়। আজ লেনদেন হওয়া ২৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২০৩টির দাম বেড়েছে। ৪৩টির কমেছে ও অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে মোট ৪৫৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১১৫ কোটি টাকা বেশি।
ডিএসইতে লেনদেনের ১০ মিনিটের দিকে সূচক ১২১ পয়েন্ট বেড়ে যায়। প্রথম আধঘণ্টা শেষে সূচক ১১৪ পয়েন্ট বাড়ে। এরপর সূচক বাড়ার হার কিছুটা কমে যায়। দ্বিতীয় ঘণ্টার পর সূচক ১০৬ পয়েন্ট বাড়ে। তবে বেলা দুইটার পর থেকে সূচক বাড়ার হার কমতে থাকে। দিন শেষে সূচক বাড়ে ৪৯ পয়েন্ট।
এ সময়ে লেনদেন হওয়া শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—বেক্সিমকো, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ইউসিবিএল, এম আই সিমেন্ট, আফতাব অটো, বেক্সটেক্স, ইউনাইটেড এয়ারওয়েজ, সিটি ব্যাংক, ওয়ান ব্যাংক লিমিটেড ও এনবিএল।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আজ ১৬৪.২২ পয়েন্ট বেড়ে ১৫৯৫৯.৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে হাত বদল হওয়া ১৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৪৭টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে ৫৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২০ কোটি টাকা বেশি
No comments