ইউরো জোনের অর্থমন্ত্রীরা চূড়ান্ত সিদ্ধান্ত নেননি
গ্রিসকে এক হাজার ২০০ কোটি ইউরো জরুরি ঋণসহায়তা দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি স্থগিত করেছেন ইউরো জোনের অর্থমন্ত্রীরা। তাঁরা দেশটিকে আগে কঠোর ব্যয় সংকোচনের পদক্ষেপের সূচনা করতে হবে বলে শর্ত দিয়েছেন। এ সহায়তা পেতে হলে আগে গ্রিসের পার্লামেন্টকে অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে দুই হাজার ৮০০ কোটি ইউরো ব্যয় সংকোচনের জন্য আইন পাস করতে হবে। গতকাল সোমবার লুক্সেমবার্গে অনুষ্ঠিত ইউরো জোনের ১৭ জন অর্থমন্ত্রীর এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই বৈঠকের সভাপতি ও লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জ্যা-ক্লদ জাংকার বলেন, গ্রিসের পার্লামেন্ট ওই পদক্ষেপ নিলেই দেশটিকে দ্বিতীয় দফায় অর্থসহায়তা দেওয়া হবে।
অর্থনৈতিক সংকট নিরসনে দ্বিতীয় দফায় বড় অঙ্কের ঋণ পেতে চায় গ্রিস। কিন্তু অ্যাথেন্সের ওপর চাপ অব্যাহত রেখে ইউরো জোনের মন্ত্রীরা জোর দিয়ে বলেন, গ্রিসকে ওই অর্থসহায়তা দেওয়ার বিষয়টি নির্ভর করবে দেশটির পার্লামেন্টে সরকারি রাজস্ব সংস্কার আইন পাস ও রাষ্ট্রীয় সম্পদ বিক্রির ওপর।
বেলজিয়ামের অর্থমন্ত্রী দিদিয়ের রেন্দার্স বলেন, পরবর্তী দফায় অর্থসহায়তা দেওয়ার আগে তাঁরা গ্রিসের পার্লামেন্টে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি আস্থা ভোটে অনুমোদন পাওয়ার ব্যাপারে নিশ্চিত হতে চান।
ওই বৈঠকের সভাপতি ও লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জ্যা-ক্লদ জাংকার বলেন, গ্রিসের পার্লামেন্ট ওই পদক্ষেপ নিলেই দেশটিকে দ্বিতীয় দফায় অর্থসহায়তা দেওয়া হবে।
অর্থনৈতিক সংকট নিরসনে দ্বিতীয় দফায় বড় অঙ্কের ঋণ পেতে চায় গ্রিস। কিন্তু অ্যাথেন্সের ওপর চাপ অব্যাহত রেখে ইউরো জোনের মন্ত্রীরা জোর দিয়ে বলেন, গ্রিসকে ওই অর্থসহায়তা দেওয়ার বিষয়টি নির্ভর করবে দেশটির পার্লামেন্টে সরকারি রাজস্ব সংস্কার আইন পাস ও রাষ্ট্রীয় সম্পদ বিক্রির ওপর।
বেলজিয়ামের অর্থমন্ত্রী দিদিয়ের রেন্দার্স বলেন, পরবর্তী দফায় অর্থসহায়তা দেওয়ার আগে তাঁরা গ্রিসের পার্লামেন্টে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি আস্থা ভোটে অনুমোদন পাওয়ার ব্যাপারে নিশ্চিত হতে চান।
No comments