বঙ্গবাজারে স্পট অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত
ঢাকার বঙ্গবাজার এলাকার বিপণিবিতানগুলোয় করের আওতা সম্প্রসারণ ও নতুন করদাতাদের বিশেষ সুবিধা দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ঢাকা কর অঞ্চল-১-এর ব্যবস্থাপনায় স্পট অ্যাসেসমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন কর অঞ্চল-১-এর সার্কেল-১-এর উপ-কর কমিশনার দীপক কুমার চক্রবর্তী। সভাপতিত্ব করেন একই কর অঞ্চলের সার্কেল-৭-এর উপ-কর কমিশনার দুলাল চন্দ্র পাণ্ডে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সার্কেল-৩-এর কর কমিশনার মো. মোসাদ্দেক হুসেন। আরও উপস্থিত ছিলেন সার্কেল-৯-এর অতিরিক্ত সহকারী কর কমিশনার মো. রেজাউল করিম।
কর্মসূচিতে মোট ২১৫ জন করদাতা চার লাখ ৩০ হাজার টাকা আয়কর দেন। সবশেষে কর্মসূচিতে অংশ নেওয়া নতুন করদাতাদের মধ্যে আয়কর সনদ বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন কর অঞ্চল-১-এর সার্কেল-১-এর উপ-কর কমিশনার দীপক কুমার চক্রবর্তী। সভাপতিত্ব করেন একই কর অঞ্চলের সার্কেল-৭-এর উপ-কর কমিশনার দুলাল চন্দ্র পাণ্ডে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সার্কেল-৩-এর কর কমিশনার মো. মোসাদ্দেক হুসেন। আরও উপস্থিত ছিলেন সার্কেল-৯-এর অতিরিক্ত সহকারী কর কমিশনার মো. রেজাউল করিম।
কর্মসূচিতে মোট ২১৫ জন করদাতা চার লাখ ৩০ হাজার টাকা আয়কর দেন। সবশেষে কর্মসূচিতে অংশ নেওয়া নতুন করদাতাদের মধ্যে আয়কর সনদ বিতরণ করা হয়।
No comments