জাপানের রিকো তিন বছরে ১০ হাজার কর্মী ছাঁটাই করবে
জাপানের অফিস-সরঞ্জাম ও ডিজিটাল ক্যামেরা প্রস্তুতকারক প্রতিষ্ঠান রিকো জানিয়েছে, ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় সমস্যায় পড়ায় আগামী তিন বছরে তারা ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
২০০৮-০৯ অর্থবছরে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সময় অন্যান্য প্রতিষ্ঠানের মতো রিকোও বেকায়দায় পড়ে। মন্দা কাটিয়ে ওঠার জন্য প্রাণপণ চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। এরই পরিপ্রেক্ষিতে প্রথম পর্যায়ে তারা কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে।
জাপানের দ্য নিক্কে পত্রিকা এবং মার্কিন বার্তা সংস্থা ডাউ জোনস জানিয়েছে, ২০১৪ সালের মার্চের মধ্যে রিকো দেশে-বিদেশে নিয়োজিত এক লাখের বেশি কর্মীর মধ্যে ১০ হাজার ছাঁটাই করবে।
বর্তমানে রিকোর ৪০ হাজার কর্মী জাপানে ও ৬৮ হাজার ৯০০ কর্মী বিদেশে কাজ করছে। মন্দার কারণে গত কয়েক বছরে রিকোর অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানেরও মোট মুনাফা অনেক কমেছে। ২০০৮ সালের মার্চে রিকো ১০ হাজার কোটি ইয়েনের বেশি মুনাফা করলেও এক বছর পর তা সাড়ে ছয় হাজার কোটি ইয়েনে নেমে আসে।
২০০৮-০৯ অর্থবছরে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সময় অন্যান্য প্রতিষ্ঠানের মতো রিকোও বেকায়দায় পড়ে। মন্দা কাটিয়ে ওঠার জন্য প্রাণপণ চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। এরই পরিপ্রেক্ষিতে প্রথম পর্যায়ে তারা কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে।
জাপানের দ্য নিক্কে পত্রিকা এবং মার্কিন বার্তা সংস্থা ডাউ জোনস জানিয়েছে, ২০১৪ সালের মার্চের মধ্যে রিকো দেশে-বিদেশে নিয়োজিত এক লাখের বেশি কর্মীর মধ্যে ১০ হাজার ছাঁটাই করবে।
বর্তমানে রিকোর ৪০ হাজার কর্মী জাপানে ও ৬৮ হাজার ৯০০ কর্মী বিদেশে কাজ করছে। মন্দার কারণে গত কয়েক বছরে রিকোর অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানেরও মোট মুনাফা অনেক কমেছে। ২০০৮ সালের মার্চে রিকো ১০ হাজার কোটি ইয়েনের বেশি মুনাফা করলেও এক বছর পর তা সাড়ে ছয় হাজার কোটি ইয়েনে নেমে আসে।
No comments