ওসাসুনার বিপক্ষে রিয়ালের হার
বেশ কয়েক দিন ধরেই গোলখরায় ভুগছিল রিয়াল মাদ্রিদ। বিশেষত গঞ্জালো হিগুয়েইন ইনজুরিতে পড়ার পর থেকে আক্রমণভাগ নিয়ে বেশ বিপাকেই পড়ে গিয়েছিল ইউরোপের অন্যতম সেরা এই ক্লাবটি। গত কয়েক ম্যাচ ধরেই কোনোমতে এক গোলের ব্যবধানে একটা সাদামাটা জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। কিন্তু গতকাল তো শুধু গোলখরায় ভোগার আক্ষেপ না, লা লিগার নিচের সারির দল ওসাসুনার কাছে ১-০ গোলে হেরে রীতিমতো মাথায় হাত পড়ে গেছে রিয়াল সমর্থকদের।
গতকালের এ হারটার ফলে স্প্যানিশ লিগ শিরোপা জেতার লড়াইয়ে বেশ খানিকটা পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ। লিগের ২১ ম্যাচ পরে বার্সেলোনা এখন এগিয়ে গেল পুরো ৭ পয়েন্টের ব্যবধানে। আর এবারের মৌসুমে মেসি-জাভি-ভিয়া-ইনিয়েস্তারা যে রকম দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছেন, তাতে রিয়ালের শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করতে শুরু করেছেন অনেকেই। অন্যদের কথা বাদই দিলাম। খোদ রিয়াল কোচ মরিনহোও স্বীকার করেছেন, এ মুহূর্তে তাঁরা কিছুটা কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছেন। গতকালের এ অঘটনের পর মরিনহো বলেছেন, ‘লা লিগায় এটা আমাদের দ্বিতীয় পরাজয়। আর প্রথম স্থানের সঙ্গে তুলনার বিচারে আমরা অনেকটাই খারাপ অবস্থার মধ্যে আছি।’
রিয়াল মিডফিল্ডার জাবি আলোনসো অবশ্য এত তাড়াতাড়ি শিরোপা জয়ের আশা ছাড়তে নারাজ। গতকালের হারটা খুবই দুঃখজনক স্বীকার করে তিনি বলেছেন, ‘এখনো সামনে অনেক পয়েন্টের খেলা বাকি আছে। সুতরাং আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।’
ওসুনিয়ার মাঠে গতকাল শুরু থেকেই বলের দখলটা রিয়ালের কাছেই ছিল। বেশ কটি গোলের সুযোগও নষ্ট করেছেন বেনজেমা, রোনালদো, জাবি আলোনসোরা। তবে দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদের জালে বল জড়াতে কোনো ভুল হয়নি ওসাসুনার স্ট্রাইকার জাভিয়ের কামুনাসের।
গতকালের এ হারটার ফলে স্প্যানিশ লিগ শিরোপা জেতার লড়াইয়ে বেশ খানিকটা পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ। লিগের ২১ ম্যাচ পরে বার্সেলোনা এখন এগিয়ে গেল পুরো ৭ পয়েন্টের ব্যবধানে। আর এবারের মৌসুমে মেসি-জাভি-ভিয়া-ইনিয়েস্তারা যে রকম দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছেন, তাতে রিয়ালের শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করতে শুরু করেছেন অনেকেই। অন্যদের কথা বাদই দিলাম। খোদ রিয়াল কোচ মরিনহোও স্বীকার করেছেন, এ মুহূর্তে তাঁরা কিছুটা কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছেন। গতকালের এ অঘটনের পর মরিনহো বলেছেন, ‘লা লিগায় এটা আমাদের দ্বিতীয় পরাজয়। আর প্রথম স্থানের সঙ্গে তুলনার বিচারে আমরা অনেকটাই খারাপ অবস্থার মধ্যে আছি।’
রিয়াল মিডফিল্ডার জাবি আলোনসো অবশ্য এত তাড়াতাড়ি শিরোপা জয়ের আশা ছাড়তে নারাজ। গতকালের হারটা খুবই দুঃখজনক স্বীকার করে তিনি বলেছেন, ‘এখনো সামনে অনেক পয়েন্টের খেলা বাকি আছে। সুতরাং আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।’
ওসুনিয়ার মাঠে গতকাল শুরু থেকেই বলের দখলটা রিয়ালের কাছেই ছিল। বেশ কটি গোলের সুযোগও নষ্ট করেছেন বেনজেমা, রোনালদো, জাবি আলোনসোরা। তবে দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদের জালে বল জড়াতে কোনো ভুল হয়নি ওসাসুনার স্ট্রাইকার জাভিয়ের কামুনাসের।
No comments