ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ফতোয়া
দক্ষিণ-পশ্চিম লন্ডনের টুটিং এলাকায় ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মের বিরুদ্ধে ‘ফতোয়া’ জারি করে কিছু পোস্টার লাগানো হয়েছে। ওই পোস্টারে তাঁর বিরুদ্ধে কয়েকজন মুসলিম কট্টরপন্থী ধর্মীয় নেতাকে ‘আটক, অপহরণ ও অন্যায়ভাবে কারারুদ্ধ’ করার অভিযোগ আনা হয়েছে। দ্য ইনডিপেনডেন্ট পত্রিকা এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, টুটিং এলাকার বিভিন্ন দেয়ালে ‘একে ধরিয়ে দিন’ ঘোষণার আদলে ছাপানো পোস্টার লাগানো হয়েছে। গোয়েন্দা সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ড এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।
ইনডিপেনডেন্ট-এর খবরে আরও উল্লেখ করা হয়, ‘ফতোয়া’ বলতে কখনো কখনো (সব সময় নয়) কাউকে হত্যার আহ্বান বোঝানো হতে পারে।
স্কটল্যান্ড ইয়ার্ডের এক মুখপাত্র বলেন, ‘টুটিং এলাকায় বেশ কিছু পোস্টার লাগানোর কথা পুলিশ জানতে পেরেছে। পোস্টারগুলো তুলে ফেলতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’
টুটিং এলাকার এমপি সাদিক খান বলেন, ‘পোস্টারগুলো অশালীন, আক্রমণাত্মক ও বিভেদ সৃষ্টিকারী।’
খুন ও বর্ণবিদ্বেষে উসকানি দেওয়ার অভিযোগে ২০০৬ সালে যুক্তরাজ্যের ধর্মীয় নেতা আবু হামজাকে সাত বছর কারাদণ্ড দেওয়া হয়। সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অভিযোগে তাঁকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ উদ্যোগের বিষয়টি আদালতে চ্যালেঞ্জ করেছেন হামজা।
খবরে বলা হয়, টুটিং এলাকার বিভিন্ন দেয়ালে ‘একে ধরিয়ে দিন’ ঘোষণার আদলে ছাপানো পোস্টার লাগানো হয়েছে। গোয়েন্দা সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ড এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।
ইনডিপেনডেন্ট-এর খবরে আরও উল্লেখ করা হয়, ‘ফতোয়া’ বলতে কখনো কখনো (সব সময় নয়) কাউকে হত্যার আহ্বান বোঝানো হতে পারে।
স্কটল্যান্ড ইয়ার্ডের এক মুখপাত্র বলেন, ‘টুটিং এলাকায় বেশ কিছু পোস্টার লাগানোর কথা পুলিশ জানতে পেরেছে। পোস্টারগুলো তুলে ফেলতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’
টুটিং এলাকার এমপি সাদিক খান বলেন, ‘পোস্টারগুলো অশালীন, আক্রমণাত্মক ও বিভেদ সৃষ্টিকারী।’
খুন ও বর্ণবিদ্বেষে উসকানি দেওয়ার অভিযোগে ২০০৬ সালে যুক্তরাজ্যের ধর্মীয় নেতা আবু হামজাকে সাত বছর কারাদণ্ড দেওয়া হয়। সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অভিযোগে তাঁকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ উদ্যোগের বিষয়টি আদালতে চ্যালেঞ্জ করেছেন হামজা।
No comments