দেশে ফিরলেন তিউনিসিয়ার নির্বাসিত নেতা
তিউনিসিয়ার ইসলামি নেতা রাশেদ ঘানুচি লন্ডনে ২০ বছরেরও বেশি সময় নির্বাসনে থাকার পর গতকাল রোববার দেশে ফিরেছেন। স্বৈরশাসক জয়নুল আবেদিন বেন আলী ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি দেশে ফিরলেন।
রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সাবেক শাসনামলে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তিনি এখনো দণ্ডপ্রাপ্ত আসামি। তবে সম্প্রতি তিউনিসিয়ায় ক্ষমতার পট পরিবর্তনজনিত সুবিধার পরিপ্রেক্ষিতে নির্বাসিত অন্যদের মতো তিনিও দেশে ফিরতে সক্ষম হলেন।
বেন আলী ১৯৮৭ সালে রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পরপর ঘানুচি (৬৯) দেশ ছেড়ে পালিয়ে যান। এদিকে নতুন সরকার দণ্ডিত ব্যক্তিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণার যে খসড়া তৈরি করেছে, তা এখনো পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
ঘানুচির দল এন্নাদাহ মুভমেন্টরকে বেন আলীর আমলে নিষিদ্ধ করা হয়েছিল। মিসরের মুসলিম ব্রাদারহুড দ্বারা অনুপ্রাণিত হয়ে ঘানুচি ১৯৮১ সালে এন্নাদাহ দল গঠন করেন।
রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সাবেক শাসনামলে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তিনি এখনো দণ্ডপ্রাপ্ত আসামি। তবে সম্প্রতি তিউনিসিয়ায় ক্ষমতার পট পরিবর্তনজনিত সুবিধার পরিপ্রেক্ষিতে নির্বাসিত অন্যদের মতো তিনিও দেশে ফিরতে সক্ষম হলেন।
বেন আলী ১৯৮৭ সালে রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পরপর ঘানুচি (৬৯) দেশ ছেড়ে পালিয়ে যান। এদিকে নতুন সরকার দণ্ডিত ব্যক্তিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণার যে খসড়া তৈরি করেছে, তা এখনো পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
ঘানুচির দল এন্নাদাহ মুভমেন্টরকে বেন আলীর আমলে নিষিদ্ধ করা হয়েছিল। মিসরের মুসলিম ব্রাদারহুড দ্বারা অনুপ্রাণিত হয়ে ঘানুচি ১৯৮১ সালে এন্নাদাহ দল গঠন করেন।
No comments