বেন আলীর সম্পদ জব্দ করেছে ইইউ
তিউনিসিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলী ও তাঁর স্ত্রীর সব সম্পদ জব্দ করেছে ইউরোপীয় ইউনিয়ন। তিউনিসিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা গত সোমবার এ পদক্ষেপ নেন।তীব্র জনরোষের মুখে গত মাসের ১৪ জানুয়ারি বেন আলী পদত্যাগ করে সপরিবারে সৌদি আরব পালিয়ে যান। বেন আলী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে বেন আলীর আরও অনেক সহযোগীর সম্পদও জব্দ করা হতে পারে বলে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা জানিয়েছেন। বেন আলী, তাঁর স্ত্রী এবং সহযোগীরা দেশটির অর্থনীতির বেশির ভাগ নিয়ন্ত্রণ করতেন বলে ধারণা করা হয়।
No comments