ট্রটের সেঞ্চুরিতে বড় সংগ্রহ ইংলিশদের
ওয়ানডে সিরিজে হারটা নিশ্চিতই হয়ে গেছে ইংল্যান্ডের। এখন লড়াই কিছুটা মাথা উঁচু করে দেশে ফেরার। সঙ্গে সিরিজের বাকি ম্যাচগুলো জিতে বিশ্বকাপের জন্য একটা ভালো অবস্থানও তৈরি করাটাও লক্ষ্য। আজ ষষ্ঠ ওয়ানডেতে ব্যাট হাতে সেই কাজটা বেশ ভালোমতোই করতে পেরেছে ইংল্যান্ড। জনাথন ট্রটের সেঞ্চুরির ওপর ভর করে অস্ট্রেলিয়াকে ছুঁড়ে দিয়েছে ৩৩৪ রানের এক কঠিন লক্ষ্য।
টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম থেকেই অসি বোলারদের উপর চড়াও হয়েছিলেন অ্যান্ড্রু স্ট্রাউসরা। দলীয় ৪১ রানের মাথায় ম্যাট প্রিয়র, জনসনের শিকারে পরিণত হলেও দ্বিতীয় উইকেটে ৮০ রানের জুটি গড়েন স্ট্রাউস আর ট্রট। ৬৩ রানের চমত্কার এক অধিনায়কোচিত ইনিংস খেলেছেন স্ট্রাউস। কেভিন পিটারসন এবারও খুব বেশি আশা জাগানিয়া ইনিংস খেলতে পারেন নি। ফিরে গেছেন ২৯ রানের মাথায়। চতুর্থ উইকেটে ১০৪ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেন ট্রট আর ইয়ান বেল। এই ১০৪ রান তারা তুলেছিলেন মাত্র ১১.৪ ওভারে। শেষপর্যন্ত ট্রটের ঝলমলে ইনিংসটা শেষ হয় ১৩৭ রানে। আর ইয়ান বেল খেলেছেন ৩২ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস।
টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম থেকেই অসি বোলারদের উপর চড়াও হয়েছিলেন অ্যান্ড্রু স্ট্রাউসরা। দলীয় ৪১ রানের মাথায় ম্যাট প্রিয়র, জনসনের শিকারে পরিণত হলেও দ্বিতীয় উইকেটে ৮০ রানের জুটি গড়েন স্ট্রাউস আর ট্রট। ৬৩ রানের চমত্কার এক অধিনায়কোচিত ইনিংস খেলেছেন স্ট্রাউস। কেভিন পিটারসন এবারও খুব বেশি আশা জাগানিয়া ইনিংস খেলতে পারেন নি। ফিরে গেছেন ২৯ রানের মাথায়। চতুর্থ উইকেটে ১০৪ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেন ট্রট আর ইয়ান বেল। এই ১০৪ রান তারা তুলেছিলেন মাত্র ১১.৪ ওভারে। শেষপর্যন্ত ট্রটের ঝলমলে ইনিংসটা শেষ হয় ১৩৭ রানে। আর ইয়ান বেল খেলেছেন ৩২ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস।
No comments