আদালতে হাজির হতে মার্কিন নারীকে ইরানের তলব
আদালতে হাজির হওয়ার জন্য সারাহ শোর্ড নামের যুক্তরাষ্ট্রের এক নারীকে তলব করেছে ইরান। সারাহসহ তিন মার্কিন নাগরিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে। ৬ ফেব্রুয়ারি ওই মামলার বিচারের দিন ধার্য করা হয়েছে। ওই সময় আদালতে উপস্থিত হওয়ার জন্য তাঁকে তলব করা হয়েছে। গত সোমবার বিচার বিভাগের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা আইআরএনএ এ কথা জানায়।
একই অভিযোগে সারাহর বাগদত্তা শেন বাওয়ার ও তাঁর বন্ধু জোশ ফ্যাটাল এখনো ইরানে বন্দী রয়েছেন। ২০০৯ সালের ৩১ জুলাই ওই তিন মার্কিন নাগরিক ইরাক সীমান্ত থেকে ইরানে প্রবেশ করায় তাঁদের গ্রেপ্তার করা হয়। এরপর তাঁদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়।
অভিযোগ অস্বীকার করে ওই তিন ব্যক্তি জানান, সীমান্তে হাঁটাহাঁটি করার সময় অসাবধানবশত তাঁরা ইরানের সীমান্তে ঢুকে পড়েন। গত বছরের সেপ্টেম্বরে সারাহ জামিনে মুক্তি পেয়ে নিজ দেশে ফিরে যান। যুক্তরাষ্ট্র সরকার তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে তাঁদের মুক্তির দাবি জানিয়েছে।
একই অভিযোগে সারাহর বাগদত্তা শেন বাওয়ার ও তাঁর বন্ধু জোশ ফ্যাটাল এখনো ইরানে বন্দী রয়েছেন। ২০০৯ সালের ৩১ জুলাই ওই তিন মার্কিন নাগরিক ইরাক সীমান্ত থেকে ইরানে প্রবেশ করায় তাঁদের গ্রেপ্তার করা হয়। এরপর তাঁদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়।
অভিযোগ অস্বীকার করে ওই তিন ব্যক্তি জানান, সীমান্তে হাঁটাহাঁটি করার সময় অসাবধানবশত তাঁরা ইরানের সীমান্তে ঢুকে পড়েন। গত বছরের সেপ্টেম্বরে সারাহ জামিনে মুক্তি পেয়ে নিজ দেশে ফিরে যান। যুক্তরাষ্ট্র সরকার তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে তাঁদের মুক্তির দাবি জানিয়েছে।
No comments