ভারতে গর্ভ ভাড়া সংক্রান্ত নতুন আইন হচ্ছে
গর্ভ ভাড়াসংক্রান্ত জটিলতা নিরসনে ‘সহায়ক প্রজননপ্রযুক্তি নিয়ন্ত্রণ বিল-২০১০’ নামে একটি নতুন আইন করতে যাচ্ছে ভারত সরকার। এ লক্ষ্যে ইতিমধ্যে একটি খসড়া আইন প্রণয়ন করে তা অনুমোদনের জন্য কেন্দ্রীয় আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদনের পর তা লোকসভায় পেশ করা হবে।
আইনে বলা হয়েছে, গর্ভ ভাড়া দানকারীর বয়স হতে হবে ২১ বছরের ওপর ও ৩৫ বছরের নিচে। একজন নারী পাঁচবারের বেশি গর্ভ ভাড়া দিতে পারবেন না। ওই নারী বিবাহিত হলে অবশ্যই স্বামীর অনুমতি নিতে হবে। সন্তান যদি খুঁত নিয়ে জন্ম নেয়, সেই সন্তানও গ্রহণ করতে হবে মা-বাবাকে।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের কর্মকর্তা ভি এম কাটো জানিয়েছেন, বিলটি সত্যিই গুরুত্বপূর্ণ।
আইনে বলা হয়েছে, গর্ভ ভাড়া দানকারীর বয়স হতে হবে ২১ বছরের ওপর ও ৩৫ বছরের নিচে। একজন নারী পাঁচবারের বেশি গর্ভ ভাড়া দিতে পারবেন না। ওই নারী বিবাহিত হলে অবশ্যই স্বামীর অনুমতি নিতে হবে। সন্তান যদি খুঁত নিয়ে জন্ম নেয়, সেই সন্তানও গ্রহণ করতে হবে মা-বাবাকে।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের কর্মকর্তা ভি এম কাটো জানিয়েছেন, বিলটি সত্যিই গুরুত্বপূর্ণ।
No comments