ক্যাপিটল ভবনের দিকে উড়োজাহাজ, আতঙ্ক
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন কংগ্রেস ভবন ইউএস ক্যাপিটলের দিকে উড়ে আসছে উড়োজাহাজ। ছড়িয়ে পড়ে আতঙ্ক। দ্রুত খালি করা হয় ভবন। উড়োজাহাজটি লক্ষ্য করে ছুটে যায় জঙ্গি বিমান। গত শনিবার এ ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানান, পাইলটের ভুলের কারণে একটি উড়োজাহাজ ভুল গতিপথে উড়ে ইউএস ক্যাপিটল ভবনের দিকে যাচ্ছিল। ওয়াশিংটন ডিসি এলাকায় সংক্ষিপ্ত সময়ের জন্য পাইলট বিমানবন্দরের সঙ্গে বেতার যোগাযোগ হারিয়ে ফেলেন। এতে নিরাপত্তা নিশ্চিত করতে স্বল্প সময়ের জন্য ভবনটি খালি করে ফেলা হয়। এ সময় একাধিক যুদ্ধ বিমানও ওই বিমানটির সন্ধানে বের হয়।
কর্মকর্তারা জানান, পাইলটের ভুলের কারণে একটি উড়োজাহাজ ভুল গতিপথে উড়ে ইউএস ক্যাপিটল ভবনের দিকে যাচ্ছিল। ওয়াশিংটন ডিসি এলাকায় সংক্ষিপ্ত সময়ের জন্য পাইলট বিমানবন্দরের সঙ্গে বেতার যোগাযোগ হারিয়ে ফেলেন। এতে নিরাপত্তা নিশ্চিত করতে স্বল্প সময়ের জন্য ভবনটি খালি করে ফেলা হয়। এ সময় একাধিক যুদ্ধ বিমানও ওই বিমানটির সন্ধানে বের হয়।
No comments