জয় দিয়ে বছর শুরু রিয়ালেরও
বার্সেলোনার মতো রিয়াল মাদ্রিদও নতুন বছর শুরু করল জয় দিয়েই। কিংস কাপে লাভেন্তের বিপক্ষে হ্যাটট্রিক দিয়ে গত বছরটা শেষ করেছিলেন দুর্দান্ত ফর্মে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন বছরটাও যে প্রচণ্ড গোলক্ষুধা নিয়েই শুরু করেছেন, সেটাও গতকাল বুঝিয়ে দিলেন জোড়া গোল করে। তাঁর এ জোড়া গোলে নগর প্রতিদ্বন্দ্বী গেটাফের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। অন্য গোলটি করেছেন মেসুত ওজিল।
নতুন বছরের শুরুতে আরও একটি বড় সুখবর অপেক্ষা করছে রিয়াল সমর্থকদের জন্য। দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে আবার মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাকা। অবশ্য এখনই তাঁকে প্রথম একাদশের সঙ্গে মাঠে নামাননি মরিনহো। মাঠে নেমেছিলেন দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে করিম বেনজেমার বদলি হিসেবে। শেষ সময়টুকুতে আর কোনো গোল করতে না পারলেও তাঁর উপস্থিতিটা যে রিয়ালকে অনেকখানিই বদলে দিতে পারবে—এর কিছুটা আভাস তিনি ওই অল্প সময়েই দিয়েছেন।প্রথমার্ধের ১১ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেছেন রোনালদো। আট মিনিট পরেই অ্যাঙ্গেল ডি মারিয়ার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। ২৯ মিনিটে একটি গোল শোধ করেন গেটাফে মিডফিল্ডার ডানিয়েল পারেজো। ২-১-এ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে আবার ব্যবধান বাড়িয়ে দেন রোনালদো। করিম বেনজেমার পাস থেকে বল জড়িয়ে দেন গেটাফের জালে। খেলার শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদের দুর্বল রক্ষণভাগের সুযোগ নিয়ে আবার একটি গোল শোধ করেন গেটাফে স্ট্রাইকার জুয়ান আবিন।
নতুন বছরের শুরুতে আরও একটি বড় সুখবর অপেক্ষা করছে রিয়াল সমর্থকদের জন্য। দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে আবার মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাকা। অবশ্য এখনই তাঁকে প্রথম একাদশের সঙ্গে মাঠে নামাননি মরিনহো। মাঠে নেমেছিলেন দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে করিম বেনজেমার বদলি হিসেবে। শেষ সময়টুকুতে আর কোনো গোল করতে না পারলেও তাঁর উপস্থিতিটা যে রিয়ালকে অনেকখানিই বদলে দিতে পারবে—এর কিছুটা আভাস তিনি ওই অল্প সময়েই দিয়েছেন।প্রথমার্ধের ১১ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেছেন রোনালদো। আট মিনিট পরেই অ্যাঙ্গেল ডি মারিয়ার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। ২৯ মিনিটে একটি গোল শোধ করেন গেটাফে মিডফিল্ডার ডানিয়েল পারেজো। ২-১-এ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে আবার ব্যবধান বাড়িয়ে দেন রোনালদো। করিম বেনজেমার পাস থেকে বল জড়িয়ে দেন গেটাফের জালে। খেলার শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদের দুর্বল রক্ষণভাগের সুযোগ নিয়ে আবার একটি গোল শোধ করেন গেটাফে স্ট্রাইকার জুয়ান আবিন।
No comments