আসামের স্বাধীনতার দাবি থেকে সরে এসেছে উলফা?
প্রায় তিন দশক ধরে যে দাবিতে সশস্ত্র সংঘাত চালিয়ে আসছিল, সেই দাবি থেকেই সরে আসার ইঙ্গিত দিয়েছে ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা)। নয়াদিল্লির সঙ্গে আসন্ন আলোচনায় সহিংস আন্দোলন পরিহার করার ব্যাপারে তারা নমনীয় বলে জানিয়েছে।
উলফার চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়াকে ২০০৯ সালে গ্রেপ্তার করা হয়। গত শনিবার জামিনে মুক্তি দেওয়া হয় তাঁকে। মুক্তির পরদিন তিনি বলেন, এই প্রথমবারের মতো তাঁর সংগঠন কোনো শর্ত ছাড়াই সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি। আসামের স্বাধীনতার দাবিতে এর আগে জাতিসংঘের তত্ত্বাবধানে সরকারের সঙ্গে বৈঠকে বসার শর্তে অনড় ছিল উলফা। দিল্লি তা প্রত্যাখ্যান করে আসছিল।১৯৭৯ সালে উলফা প্রতিষ্ঠা করা হয়। আসামের স্বাধীনতার দাবিতে প্রায় তিন দশক ধরে সশস্ত্র লড়াই চালিয়ে আসছিল উলফা। একই দাবিতে ওই রাজ্যের আরও কয়েকটি বিচ্ছিনতাবাদী সংগঠন লড়াই চালিয়ে আসছে। তবে এসব সংগঠনের মধ্যে উলফাই সব চেয়ে শক্তিশালী। এর পর থেকে এই সময়ের মধ্যে সংঘর্ষে কয়েক হাজার মানুষ নিহত হয়।
উলফার চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়াকে ২০০৯ সালে গ্রেপ্তার করা হয়। গত শনিবার জামিনে মুক্তি দেওয়া হয় তাঁকে। মুক্তির পরদিন তিনি বলেন, এই প্রথমবারের মতো তাঁর সংগঠন কোনো শর্ত ছাড়াই সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি। আসামের স্বাধীনতার দাবিতে এর আগে জাতিসংঘের তত্ত্বাবধানে সরকারের সঙ্গে বৈঠকে বসার শর্তে অনড় ছিল উলফা। দিল্লি তা প্রত্যাখ্যান করে আসছিল।১৯৭৯ সালে উলফা প্রতিষ্ঠা করা হয়। আসামের স্বাধীনতার দাবিতে প্রায় তিন দশক ধরে সশস্ত্র লড়াই চালিয়ে আসছিল উলফা। একই দাবিতে ওই রাজ্যের আরও কয়েকটি বিচ্ছিনতাবাদী সংগঠন লড়াই চালিয়ে আসছে। তবে এসব সংগঠনের মধ্যে উলফাই সব চেয়ে শক্তিশালী। এর পর থেকে এই সময়ের মধ্যে সংঘর্ষে কয়েক হাজার মানুষ নিহত হয়।
No comments