৫০ কোটি ডলারে টুইটারকে কিনতে চেয়েছিল ফেসবুক
৫০ কোটি মার্কিন ডলার দিয়ে সামাজিক নেটওয়ার্ক ওয়েবসাইট টুইটার কিনতে চেয়েছিল ফেসবুক। সে প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছে। ২০০৮ সালে এ ঘটনা ঘটে। গত রোববার ব্রিটিশ পত্রিকা ফিন্যান্সিয়াল টাইমস-এ প্রকাশিত টুইটারের সহপ্রতিষ্ঠাতা বিজ স্টোনের এক সাক্ষাৎকারে এ কথা জানা যায়।
বিজ স্টোন বলেন, টুইটার কেবল একটি জনপ্রিয় ওয়েবসাইট হতে চায়নি, অন্য কোম্পানির করতলে না থেকে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবেও টিকে থাকতে চেয়েছে। তিনি বলেন, ‘আমরা এমন কিছু সৃষ্টি করেছি, যা থেকে মানুষ লাভবান হচ্ছে।’ পত্রিকাটি জানায়, ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ টুইটার কেনার জন্য ৫০ কোটি ডলার দিতে চেয়েছিলেন।
বিজ স্টোন বলেন, টুইটার কেবল একটি জনপ্রিয় ওয়েবসাইট হতে চায়নি, অন্য কোম্পানির করতলে না থেকে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবেও টিকে থাকতে চেয়েছে। তিনি বলেন, ‘আমরা এমন কিছু সৃষ্টি করেছি, যা থেকে মানুষ লাভবান হচ্ছে।’ পত্রিকাটি জানায়, ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ টুইটার কেনার জন্য ৫০ কোটি ডলার দিতে চেয়েছিলেন।
No comments