ফের পরমাণু পরীক্ষা চালাতে পারে উ. কোরিয়া
উত্তর কোরিয়া আগামী বছর তৃতীয় পারমাণবিক পরীক্ষা চালাতে পারে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার একটি গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানায়। সিউলের ইনস্টিটিউট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি এই গবেষণা চালায়।এদিকে, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উত্তরের ‘পবিত্র যুদ্ধের’ হুমকির তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দুই কোরিয়ার সীমান্তে সিউলের গোলাবর্ষণের মহড়ার পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়া যুদ্ধের হুমকি দেয়। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উত্তর কোরিয়া আগামী বছর দেশটির তৃতীয় পারমাণবিক পরীক্ষা চালাতে পারে। পারমাণবিক অস্ত্র উৎপাদনের সামর্থ্যের উপলব্ধি, কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা ছড়ানো ও দেশটির পরবর্তী নেতা কিম জং উনের সংবর্ধনা হিসেবে এই পরীক্ষা চালানো হবে। উত্তর কোরিয়ার বর্তমান নেতা কিম জং ইলের ছোট ছেলে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ‘দুই কোরিয়ার মধ্যে এখনো উত্তেজনা রয়েছে।’বিশ্লেষকেরা বলছেন, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে ছয় জাতি আলোচনা শুরুর আগে নিজের পারমাণবিক অগ্রগতি দেখতে এই পরীক্ষা চালানোর কৌশল নিয়েছে পিয়ংইয়ং। ছয় জাতি আলোচনায় দুই কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও রাশিয়া যুক্ত রয়েছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, পিয়ংইয়ংয়ের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে ছয় জাতির আলোচনা আগামী বছর শুরু হতে পারে। উত্তর কোরিয়ার ‘পবিত্র যুদ্ধের’ হুমকির নিন্দা জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ফিলিপ ক্রাউলি বলেন, ‘পিয়ংইয়ংয়ের এই আগ্রাসী বক্তব্য কোনোভাবেই যুক্তিযুক্ত নয়।’
No comments