টসকেই গুরুত্বপূর্ণ মানছেন ধোনি
টসভাগ্য কখনোই খুব একটা ভালো নয় ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টেস্টে টসটাই ম্যাচের ভাগ্য অনেকখানি গড়ে দিয়েছিল বলে স্বীকার করেছেন অনেকেই। সেঞ্চুরিয়নের ভেজা উইকেটে টসে হেরে ব্যাট করার জন্য না নামতে হলে হয়তো ম্যাচের পরিস্থিতিটা অন্য রকমও হতে পারত। এবার সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আবার ওই টসটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন ধোনি। তিনি আশা করছেন, এবার হয়তো ভাগ্যদেবী কিছুটা মুখ তুলে তাকাবেন।
গতকাল অনুশীলন শেষে ধোনি বলেছেন, টসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শুরুর দিকের পেসাররা উইকেট থেকে অনেক সাহায্য পাবেন। মাঠে ব্যাট-বলের অনুশীলন ছাড়াও টসে জেতার জন্য ধোনি বিশেষ কোনো অনুশীলন করছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘টসে জেতাটা সব সময়ই খুব কঠিন একটা কাজ। কেউ যদি আমাকে টসে জেতার নিশ্চিত কোনো কৌশল বলে দেয়, তাহলে আমার খুবই উপকার হয়। আমি আগামীকাল সেটাই করব।’
শেবাগ, দ্রাবিড়, টেন্ডুলকার, লক্ষ্মণদের মতো বিশ্বমানের ব্যাটসম্যানরা থাকা সত্ত্বেও সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার চার পেসারের বোলিং আক্রমণের সামনে একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতের প্রথম ইনিংস। সেই জায়গায় ডারবানের কিংসমেড উইকেটটাকে বলা হয় পেসার স্বর্গ। এটা দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বাউন্সি উইকেট হিসেবে খ্যাত। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে যে স্পিনারদের তুলনায় পেসাররা বরাবরই একটু বেশিই সুবিধা পেয়েছেন। এখানে দক্ষিণ আফ্রিকার মতো চারজন পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজালেই ভারত বেশি লাভবান হবে বলে মন্তব্য করেছেন অনেকেই, কিন্তু সেসব কথায় কান দিচ্ছেন না ধোনি। আগের টেস্টের মতো তিন পেসার আর এক স্পিনার নিয়েই মাঠে নামবেন বলে জানিয়েছেন তিনি। স্পিনাররাও খেলাটাকে অনেক প্রভাবিত করতে পারে মন্তব্য করে তিনি বলেছেন, ‘যদি সব সময় সঠিক লাইনে বল করা যায়, তাহলে উইকেট যে রকমই হোক না কেন, যেকোনো বোলারই ব্যাটসম্যানদের চাপের মুখে রাখতে সক্ষম হবেন।’
গতকাল অনুশীলন শেষে ধোনি বলেছেন, টসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শুরুর দিকের পেসাররা উইকেট থেকে অনেক সাহায্য পাবেন। মাঠে ব্যাট-বলের অনুশীলন ছাড়াও টসে জেতার জন্য ধোনি বিশেষ কোনো অনুশীলন করছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘টসে জেতাটা সব সময়ই খুব কঠিন একটা কাজ। কেউ যদি আমাকে টসে জেতার নিশ্চিত কোনো কৌশল বলে দেয়, তাহলে আমার খুবই উপকার হয়। আমি আগামীকাল সেটাই করব।’
শেবাগ, দ্রাবিড়, টেন্ডুলকার, লক্ষ্মণদের মতো বিশ্বমানের ব্যাটসম্যানরা থাকা সত্ত্বেও সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার চার পেসারের বোলিং আক্রমণের সামনে একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতের প্রথম ইনিংস। সেই জায়গায় ডারবানের কিংসমেড উইকেটটাকে বলা হয় পেসার স্বর্গ। এটা দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বাউন্সি উইকেট হিসেবে খ্যাত। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে যে স্পিনারদের তুলনায় পেসাররা বরাবরই একটু বেশিই সুবিধা পেয়েছেন। এখানে দক্ষিণ আফ্রিকার মতো চারজন পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজালেই ভারত বেশি লাভবান হবে বলে মন্তব্য করেছেন অনেকেই, কিন্তু সেসব কথায় কান দিচ্ছেন না ধোনি। আগের টেস্টের মতো তিন পেসার আর এক স্পিনার নিয়েই মাঠে নামবেন বলে জানিয়েছেন তিনি। স্পিনাররাও খেলাটাকে অনেক প্রভাবিত করতে পারে মন্তব্য করে তিনি বলেছেন, ‘যদি সব সময় সঠিক লাইনে বল করা যায়, তাহলে উইকেট যে রকমই হোক না কেন, যেকোনো বোলারই ব্যাটসম্যানদের চাপের মুখে রাখতে সক্ষম হবেন।’
No comments